ইতালিয়ান কাপ
দলকে পুনরায় সাফল্যের পথে ফেরাতে পেরে খুব খুশি কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
Published : 16 May 2024, 03:15 PM
দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল ইউভেন্তুস। ইতালিয়ান শীর্ষ লিগ ও কাপ টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন তারা। সেই দলটিই আগের প্রায় তিন বছরে পায়নি কোনো শিরোপার স্বাদ। অবশেষে ইতালিয়ান কাপ জিতে খরা ঘুচিয়েছে দলটি। দলকে পুনরায় সাফল্যের পথে ফেরাতে পেরে খুব খুশি কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
সেরি আয় সবশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয়ী ইউভেন্তুসের এবারও লিগে সময়টা ভালো কাটছে না। গত ফেব্রুয়ারি থেকে তো অবস্থা বেজায় খারাপ; সেই থেকে দলটি জিততে পেরেছে কেবল দুটি ম্যাচে। সবশেষ পাঁচ রাউন্ডে জিততে পারেনি একটিও, সবকটি ড্র। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
লিগে এই ব্যর্থ পথচলার মাঝেই বুধবার রাতে তারা মাঠে নামে ইতালিয়ান কাপের ফাইনালে। প্রতিপক্ষ আতালান্তা, ২০২০-২১ আসরের ফাইনালে সবশেষ শিরোপা জয়ের ম্যাচেও এই দলকে ২-১ গোলে হারিয়েছিল ইউভেন্তুস। আর এবার দুসান ভ্লাহোভিচের গোলে ১-০ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তোলে তারা।
আগে থেকেই ইতালিয়ান কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ইউভেন্তুসের। সংখ্যাটা এবার বাড়ল আরও; ২২ বার ফাইনাল খেলে তারা শিরোপা জিতেছে মোট ১৫টি।
দলের সাফল্যে নতুন এক রেকর্ড গড়লেন আল্লেগ্রি; প্রথম কোচ হিসেবে জিতলেন পাঁচটি ইতালিয়ান কাপ শিরোপা। চারবার করে জয়ের কীর্তি আছে সভেন-গোরান এরিকসেন ও রবের্তো মানচিনির।
তবে এসব রেকর্ড নিয়ে ভাবছেন না কোচ আল্লেগ্রি, দলকে আবার শিরোপা জয়ের আনন্দে ভাসাতে পেরেই উচ্ছ্বসিত তিনি।
“ছেলেদের জন্য আজ খুব খুশি, তারা ক্লাবে, সমর্থক ও আমার জন্য আনন্দ বয়ে এনেছে। জেতা কখনোই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএ-তে আছে।”
“আগামী বছর আমি ইউভেন্তুসের কোচ না থাকলেও, আমি শক্তিশালী একটা দল রেখে যাব। ক্লাব এর মূল্যায়ন করবে।”