চ্যাম্পিয়ন্স লিগ
শক্তিশালী প্রতিপক্ষকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনাও তুলে ধরলেন লুইস এনরিকে।
Published : 04 Mar 2025, 09:10 PM
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে পিএসজি। এবার অবশ্য তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপে লিভারপুলের মুখোমুখি হচ্ছে তারা। পিএসজি কোচ লুইস এনরিকের মতে, এই মুহূর্তে ইউরোপের সেরা দলগুলোর একটি লিভারপুল আর দলটির আক্রমণভাগকে তিনি তুলনা করেছেন তিনটি যুদ্ধবিমানের সঙ্গে। শক্তিশালী প্রতিপক্ষকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা তার।
শেষ ষোলোর প্রথম লেগে বুধবার প্যারিসে মুখোমুখি হবে এই মুহূর্তে ইউরোপে সবচেয়ে ফর্মে থাকা দল দুটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ২০ ম্যাচে অপরাজিত আছে পিএসজি। যেখানে তাদের জয় ১৮টি, বাকি দুটি ড্র।
সবশেষ চার ম্যাচে তারা গোল করেছে মোট ২১টি। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে দুই লেগ মিলিয়ে ব্রেস্তকে ১০-০ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোয় উঠেছে তারা।
লিগ আঁর শীর্ষে আছে তারা দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে। এই মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র দল হিসেবে এখনও লিগে অপরাজিত আছে তারা।
লিভারপুলেরও দারুণ সময় কাটছে। প্রিমিয়ার লিগের শীর্ষে আছে তারা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে তারা ৩৬ দলের মধ্যে শীর্ষে থেকে।
মোহামেদ সালাহ, দিয়োগো জটা, লুইস দিয়াস, কোডি হাকপোদের নিয়ে গড়া লিভারপুলের শক্তিশালী আক্রমণভাগ বেশ ছন্দে আছে। এই মৌসুমে ১০১ গোলে অবদান রেখেছেন তারা। সালাহ একাই ৫২ গোলে সম্পৃক্ত থেকেছেন ৩৯ ম্যাচে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাই লিভারপুলের আক্রমণভাগ নিয়ে সতর্ক থাকার কথা বললেন এনরিকে। প্রতিপক্ষকে যতটা সম্ভব আটকে রাখার পরিকল্পনাও তুলে ধরলেন পিএসজি কোচ।
“পাল্টা আক্রমণে তারা ইউরোপের সেরা দলগুলোর একটি। আমরা বল ধরে রাখার চেষ্টা করব, যাতে আমাদের খুব বেশি ভুগতে না হয়। তাদের তিনটি যুদ্ধবিমান থামানো সহজ নয়। যদি আমরা আমাদের খেলার ধরন চাপিয়ে দিতে পারি, তাহলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। লক্ষ্য হলো আরও ভালো হওয়া এবং নিশ্চিত করা যে, ম্যাচে পালাবদলের সময় তারা যেন আমাদের ক্ষতি করতে না পারে। আমাদের বল ধরে রাখতে হবে, আরও সুযোগ তৈরি করতে হবে এবং দক্ষতার সঙ্গে রক্ষণ সামলাতে হবে, যেমনটা আমাদের অন্য সব ম্যাচে হয়েছে।”
“বল আমাদের কাছে রাখতে হবে। হয়তো আমরা শারীরিকভাবে ততটা শক্তিশালী নই, তবে পজেশন রাখায় ইউরোপের সেরা দলগুলোর একটি আমরা।”