ইংলিশ ফুটবল
চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠল দলটি।
Published : 27 May 2024, 01:01 AM
এক মৌসুম পরই ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল দলটি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার লিডসকে ১-০ গোলে হারায় সাউথ্যাম্পটন। ২৪তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে লেস্টার সিটি ও রানার্সআপ হয়ে ইপ্সউইচ টাউন আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে ওঠে আগেই।
চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে ছিল লিডস, চারে সাউথ্যাম্পটন। প্লের অফের লড়াইয়ে জিতে তৃতীয় ও শেষ দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠল সাউথ্যাম্পটন। টানা ১১ বছর শীর্ষ লিগে থাকার পর ২০২২-২৩ মৌসুমে অবনমন হয়েছিল দলটির।