টেনিস: উইম্বলডন
চলতি বছরের শেষ দিকে টেনিস ক্যারিয়ারের ইতি টানার আগে রাডুকানুর সঙ্গে জুটি বাঁধতে পারা মারের কাছে বিশেষ কিছু।
Published : 03 Jul 2024, 09:25 PM
ক্যারিয়ারের শেষ উইম্বলডনে এককে খেলবেন না অ্যান্ডি মারে। এই ব্রিটিশ তারকা কোর্টে নামবেন দ্বৈতের লড়াইয়ে ভাই জিমির সঙ্গে জুটি বেঁধে। পাশাপাশি মিশ্র দ্বৈতে তিনি জুটি বাঁধবেন এমা রাডুকানুর সঙ্গে।
চলতি বছরের শেষ দিকে টেনিসকে বিদায় বলে দেবেন ৩৭ বছর বয়সী মারে। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে উইম্বলডনের পুরুষ একক তিনি শিরোপা জিতেছেন দুবার। এবার বিদায়ী আসরে এককের ম্যাচ খেলার জন্য নিজেকে ফিট মনে করছেন না দিন তিনি। বারবার চোটের ছোবলে ক্যারিয়ারজুড়ে ভুগতে হয়েছে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে। পিঠের সমস্যায় কিছুদিন আগেও করান অস্ত্রোপচার।
চলতি উইম্বলডনের একক থেকে মঙ্গলবার নিজেকে সরিয়ে নেন তিনি। পরদিন জানা গেল মিশ্র দ্বৈতে ২০২১ ইউএস ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন রাডুকানুর সঙ্গে তার জুটি বাঁধার খবর। স্বদেশী এই তারকার সঙ্গে খেলতে নামাকে বিশেষ মুহূর্ত মনে করছেন মারে।
এর আগে ২০১৯ সালের উইম্বলডনে মিশ্র দ্বৈতে যুক্তরাষ্ট্রের গ্রেট সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলেন তিনি।
মারের সঙ্গে জুটিতে খেলা ২১ বছর বয়সী রাডুকানুর কাছে ‘শৈশবের স্বপ্ন।’
মিশ্র দ্বৈতের খেলা শুরু হওয়ার কথা আগামী শুক্রবার। প্রথম রাউন্ডের খেলা শনিবারও হবে।