সুলেমান দিয়াবাতের জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
Published : 29 Nov 2024, 09:34 PM
চমৎকার পারফরম্যান্সে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের। সুলেমান দিয়াবাতের জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আর চট্টগ্রাম আবাহনীকে গোলবন্যায় ভাসিয়েছে কিংস।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা এবং দেশি ফুটবলারদের নিয়ে দল গড়া ওয়ান্ডারার্স বলতে গেলে কোনো লড়াই করতেই পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের উদ্বোধনী দিনে শুক্রবার তাদেরকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মোহামেডান।
আর্থিক সমস্যায় কোনোমতে দল গড়া চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়েছে কিংস। কিংস অ্যারেনায় প্রথমার্ধে চারটি ও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দাপুটে ফুটবলে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান।
ইমানুয়েল সানডের গোলে চতুর্থ মিনিটে্ এগিয়ে যায় তারা। কিছুক্ষণ পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ডি-বক্সের মুখে বল পেয়ে ব্যবধান বাড়ান মিনহাজুল রাকিব।
গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতে ২৩তম মিনিটে হেডে স্কোরলাইন ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানের আক্রমণে কিছুটা ধার কমে। ৮০তম মিনিটে গিয়ে চতুর্থ গোলের দেখা মেলে। দিয়াবাতের দারুণ পাস থেকে বল জালে পাঠান বোয়েটাং।
৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মোহামেডান অধিনায়ক দিয়াবাতে। আর যোগ করা সময়ে শেষ গোলটি করেন বদলি নামা সৌরভ দেওয়ান।
দিনের আরেক ম্যাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।