আন্তর্জাতিক ফুটবল
প্রায় দুই বছর পর জাতীয় দলের হয়ে খেলার হাতছানি রেয়াল মাদ্রিদ গোলরক্ষকের সামনে।
Published : 14 Mar 2025, 10:32 PM
বেলজিয়ামের কোচ পরিবর্তনের পর যে আভাস মিলেছিল, সেটাই সত্যি হলো। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
নেশন্স লিগে ইউক্রেইনের বিপক্ষে দুই লেগের ম্যাচের জন্য বেলজিয়ামের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন কোর্তোয়া। নেতৃত্ব নিয়ে সেই সময়ের কোচ দমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ২০২৩ সালের জুনের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
৩২ বছর বয়সী কোর্তোয়া বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০২ ম্যাচ। কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি খেলেননি। তেদেস্কোর ছাঁটাইয়ের পর রুদি গার্সিয়া কোচ হলে ভাবনায় পরিবর্তন আনেন এই তারকা।
গার্সিয়া শুক্রবার প্রথমবারের মতো দল ঘোষণা করেন। তবে এর আগেই নতুন ঝামেলার আভাস মিলেছে। কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্ট সামলানো কুন কাস্তেলস গত রোববার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন এবং রেয়াল গোলরক্ষকের ফেরার সিদ্ধান্ত গ্রহণ করায় কোচের সমালোচনা করেছেন।
কাস্তেলস দাবি করেছেন, তেদেস্কোর সঙ্গে বিবাদের সময় কোর্তোয়ার আচরণে অখুশি বেলজিয়ামের অনেক খেলোয়াড়।
স্বাভাবিকভাবেই এই বিষয় এসেছে গার্সিয়ার সংবাদ সম্মেলনে। প্রশ্ন উঠেছে, নিজের আচরণের জন্য কোর্তোয়াকে ক্ষমা চাইতে বলা হবে কি না। এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বেলজিয়াম কোচ দিয়েছেন নতুন শুরুর বার্তা।
“আমরা একটি শূন্য স্লেট নিয়ে শুরু করছি। সোমবারের আগে খেলোয়াড়দের সঙ্গে আমার দেখা হবে না। তবে কী ঘটেছিল, সেটা নিয়ে আমি আবার নেতাদের সঙ্গে কথা বলব। এরপর আমি কয়েক বছর আগে কী ঘটেছিল, সেটা নিয়ে কথা অব্যাহত থাকতে দেব না। অন্যথায় আমাদের কোনো ধরনের অগ্রগতি হতে না।”
নেতৃত্বের ব্যাপারটিও এখন পর্যন্ত সমাধান হয়নি বলেই জানালেন গার্সিয়া। ২০২২ বিশ্বকাপের পর এদেন আজারের জায়গায় অধিনায়ক হন কেভিন ডে ব্রুইনে। সেখানে কি পরিবর্তন আনবেন গার্সিয়া?
“এটা নিয়ে আমার নিজস্ব একটা ভাবনা আছে। কেভিন (ডে ব্রুইনে), রোমেলু (লুকাকু) এবং থিবো অবশ্যই প্রার্থী। আমরা আগামী সপ্তাহে দেখব কারা নেতা।”