ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
আক্রমণভাগের তিন জনের সবাই বয়সে তরুণ; স্পেনের দুই আর জার্মানির একজন।
Published : 16 Jul 2024, 07:01 PM
নান্দনিক ফুটবলের দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের মুকুট জয়ের মধ্য দিয়ে সমর্থকদের থেকে শুরু করে ফুটবল বোদ্ধাদেরও মন কেড়েছে স্পেন। তারই প্রতিফলন পড়েছে ইউরোর সেরা একাদশে; ১১ জনের ছয়জনই স্পেন দলের।
বার্লিনে গত রোববার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে স্পেন। সাত ম্যাচের সবগুলোই জিতে ট্রফি উঁচিয়ে ধরে লুইস দে লা ফুয়েন্তের দল।
টুর্নামেন্টের পর্দা নামার এক দিন পর ৪-৩-৩ ফর্মেশনের সেরা একাদশ ঘোষণা করল উয়েফা।
আক্রমণভাগে ফুটে উঠছে তরুণদের আধিপত্য। জায়গা পেয়েছেন আসর জুড়ে আলো ছড়ানো স্পেনের দুই জন; গত শনিবার ১৭ বছর পূর্ণ করা লামিনে ইয়ামাল এবং তার আগের দিন ২২ বছর পূর্ণ করা নিকো উইলিয়ামস। বিস্ময়বালক বার্সেলোনার ইয়ামাল পেয়েছেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, আর ফাইনালে তার পাস থেকেই দলকে এগিয়ে নেন উইলিয়ামস। আসরে মোট দুটি গোল করেন আথলেতিক বিলবাওয়ের এই ফরোয়ার্ড।
আক্রমণভাগের অন্যজন হলেন জার্মানির জামাল মুসিয়ালা। তিন গোল করে আরও পাঁচজনের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আসরে নিজেদের প্রায় সব ম্যাচেই মাঝমাঠ নিয়ন্ত্রণ করে স্পেন। সেরা একাদশেও মিডফিল্ডে তাদের একক আধিপত্য; তিনজনের সবাই স্প্যানিশ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস।
টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে হারের স্বাদ পাওয়া ইংল্যান্ডের কাইল ওয়াকার সেরা একাদশে দলটির একমাত্র প্রতিনিধি। রক্ষণে তার সঙ্গে আরও আছেন- ফ্রান্সের উইলিয়াম সালিবা, সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জি ও স্পেনের মার্ক কুকুরেইয়া।
আর পোস্টে আছেন ফ্রান্সের বিশ্বস্ত গোলরক্ষক মাইক মিঁয়া।
ইউরো ২০২৪-এর সেরা একাদশ:
মাইক মিঁয়া (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)