ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
অনিশ্চয়তা পুরোপুরি না কাটলেও নেদারল্যান্ডসের বিপক্ষে অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
Published : 21 Jun 2024, 08:02 AM
কিলিয়ান এমবাপের ভাঙা নাক পুরোপুরি সেরে ওঠেনি এখনও। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। তাকে পাওয়ার আশা করছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। জানিয়েছেন, নিরাপত্তার জন্য বিশেষ ‘মাস্ক’ পরে হলেও খেলবেন এই ফরোয়ার্ড।
অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শুরু করা ফ্রান্স শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
অস্ট্রিয়া ম্যাচে বল দখলের লড়াইয়ের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে সংঘর্ষে নাক ভেঙেছিল এমবাপের। ডাচদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দেশম দিলেন, সেরে ওঠার পথে থাকা অধিনায়কের খেলার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত। তবে কোন ধরনের মাস্ক এমবাপে ব্যবহার করবেন, তা বলেননি তিনি।
“বড় একটা ধাক্কার পর এখন যে পরিস্থিতি, সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। গতকাল, আপনারা দেখেছেন সে বাইরে বের হতে পেরেছে এবং (অনুশীলনে) কিছু কাজও করেছে, আজ রাতেও একই কাজ করবে সে।”
“হ্যাঁ, কিলিয়ান এমবাপে একটা মাস্ক ব্যবহার করবে। এই মাস্কের বিষয়ে আপনাদের আসলেই বিস্তারিত জানার প্রয়োজন নেই। আমার মনে হয়, এগুলো কোথা থেকে আসে, এটা খুঁজে বের করার জন্য আপনাদের কাছে যথেষ্ট উপায় আছে।”
এমবাপেকে শুরুর একাদশে খেলাবেন কি-না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না দেশম। অভিজ্ঞ ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানও বললেন, বিকল্প ভাবনাও আছে তাদের।
“কিলিয়ান ভালো করছে। তার নাকের ফোলাভাব কমে এসেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য আমরা অপেক্ষা করব। সে কেমন অনুভব করছে, তার ওপর নির্ভর করছে সিদ্ধান্ত।”
“আমি মনে করি, পুরো দলকেই মানিয়ে নিতে হবে, (যদি এমবাপে খেলতে না পারে)। আমি আসলেই জানি না, সে খেলবে কিনা। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে মাঠে পাওয়া বা না পাওয়া নিশ্চিতভাবেই পার্থক্য গড়ে দেয়।”
গ্রিজমানের কণ্ঠে সুর মিলিয়েছেন দেশমও। তিনিও ভেবে রাখছেন এমবাপেকে ছাড়াই শুরুর ছক।
“যারা শুরু থেকে খেলবে এবং যারা খেলবে না, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা দল। এই দল আমাকে পরিচালনা করতে হবে। যারাই শুরু করুক এবং বেঞ্চে থাকুক, কৌশল প্রথম ম্যাচের মতোই থাকবে।”
নেদারল্যান্ডসও জয়ে শুরু পেয়েছে চলতি ইউরোতে। পিছিয়ে পড়ার পর পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।