নারী ফুটবলার
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফঈদা-রিপাদের জন্য শুভকামনা জানিয়েছেন ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলারের অনেকেই।
Published : 26 Feb 2025, 09:07 PM
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফঈদা-রিপা-আইরিনদের জন্য শুভকামনা জানিয়েছেন সাবিনা খাতুন-মাতসুশিমা সুমাইয়ারা। যারা ‘বিদ্রোহ’ করে এই সফরের দলের বাইরে রয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে দলের পাশে থাকার বার্তা দিয়ে দুইবারের উইমেন’স সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন লিখেছেন, দেশের জন্য সাফল্য এনে দিতে হবে।
“একটা দল। এক জাতি। একটি গোল। আসুন আমাদের সবটুকু দিয়ে দেই এবং বাংলাদেশকে গর্বিত করি! বিজয় অপেক্ষা করছে! আজকের ম্যাচের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল! চল মেয়েরা আমাদের দেশের জন্য এটা করি!”
আফঈদা-রিপাদের সেরাটা নিংড়ে দেওয়ার বার্তা দিয়েছেন ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া।
“যুদ্ধের জন্য প্রস্তুত, জয় করার জন্য প্রস্তুত! প্রতিটি ঘামের ফোটা, প্রতিটি আউন্স প্রচেষ্টা, সবই বাংলাদেশের গর্বের জন্য! আসুন আমাদের সেরাটা দেই এবং ইতিহাস তৈরি করি!”
দুইবারের সাফ জয়ী ডিফেন্ডার শিউলি আজিম ছোট্ট বার্তায় লিখেছেন, “গুডলাক গার্লস।”
সবার জন্য ‘শুভকামনা’ জানিয়ে মাতসুশিমার পোস্ট শেয়ার করেছেন আরেক ডিফেন্ডার মাসুরা পারভীন।
মিডফিল্ডার সানজিদা আক্তার লিখেছেন, “শুভকামনা মেয়েরা, দেশের জন্য খেলো।”