চ্যাম্পিয়ন্স লিগ
একেবারেই অনিচ্ছাকৃতভাবে দুইবার স্পর্শের ক্ষেত্রে নিয়ম বদলানো যায় কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে কথা বলবে উয়েফা।
Published : 13 Mar 2025, 09:20 PM
আতলেতিকো মাদ্রিদের অভিযোগ আমলে নিয়ে হুলিয়ান আলভারেসের স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা- উয়েফা। তারা নিশ্চিত করেছে, খুবই মৃদু হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে মাদ্রিদ ডার্বির পর আলভারেসের স্পট কিক নিয়ে তুমুল চর্চা চলছে। শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলের জয়ে আতলেতিকো মাদ্রিদ লড়াই নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করে রেয়াল মাদ্রিদ। ৪-২ ব্যবধানে জিতে শিরোপাধারীরা জায়গা করে নেয় কোয়ার্টার-ফাইনালে।
দলের দ্বিতীয় কিক নিতে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আলভারেস। পা পিছলে গেলে তার এক পা বল স্পর্শ করে। আরেক পায়ে নিখুঁত শটে তিনি খুঁজে নেন জাল। শুরুতে গোল দিলেও পরে ভিএআরের হস্তক্ষেপে দুইবার স্পর্শের কথা জানান রেফারি। তাই মেলেনি গোল।
এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় আতলেতিকো। সিদ্ধান্ত জানাতে খুব বেশি দেরি করেনি চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক সংস্থাটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।
“কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়মানুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।”
“দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে উয়েফা।”