‘ফ্রি কিকটা নাও, গোল হবে’, আলাবাকে বলেছিলেন আনচেলত্তি

কোচের চাওয়া অনুযায়ী বদলি নেমে ফ্রি কিক নিয়েই রিয়ালকে জেতানো গোলটি করেন ডাভিড আলাবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 10:17 AM
Updated : 15 August 2022, 10:17 AM

শিষ্যদের আত্মবিশ্বাসের পারদ চড়িয়ে দিতে কত টোটকা, কত কৌশলই তো কাজে লাগান কোচরা। কোচ কার্লো আনচেলত্তিও সেই চেষ্টা করলেন আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে। ব্যস, কাজে লাগল সেই টোটকা। ডাভিড আলাবার ফ্রি কিক থেকে কাঙ্খিত গোল পেয়ে ম্যাচ জিতে গেল রিয়াল মাদ্রিদ।

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে রোববার রাতে ২-১ গোলের জয় দিয়ে লা লিগায় শুভসূচনা করে রিয়াল। কিন্তু একটা সময় পরাজয়, পয়েন্ট হারানোর শঙ্কা,সবই উঁকি দিয়েছিল মাদ্রিদের দলটির আকাশে।

আক্রমণাত্মক শুরু করা রিয়ালকে ষষ্ঠ মিনিটেই চমকে দেয় আলমেরিয়া। রামাজানির গোলটি তারা আগলেও রাখে ৬১তম মিনিট পর্যন্ত। লুকাস ভাসকেসের গোলে সমতার স্বস্তি ফিরে রিয়ালে।

এরপর ৭৪তম মিনিটে ফেরলঁদ মঁদিকে তুলে ডাভিড আলাবাকে নামান আনচেলত্তি। বদলি নামানোর সময়ই তাকে তাতিয়ে দিয়েছিলেন রিয়াল কোচ। বায়ার্ন মিউনিখের এই সাবেক ডিফেন্ডার মাঠে নেমে নিজের প্রথম স্পর্শেই আরাধ্য গোল এনে দেন দলকে। ৩০ বছর বয়সী অস্ট্রিয়ানের চমৎকার ফ্রি কিক পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

মৌসুমে রিয়ালের প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই জালের দেখা পেলেন আলাবা। সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রথমটি করেছিলেন তিনি।

আইনট্রাখটের বিপক্ষে দলকে এগিয়ে নিয়েছিলেন, আলমেরিয়াকে ম্যাচে তার গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে দেয় শঙ্কার দোলাচলে দুলতে থাকা রিয়ালের লা লিগায় জয়ে শুরু। পরে আলাবা নিজেই শোনালেন বদলি নেমে ফ্রি কিক নেওয়ার পেছনের গল্প।

“মাঠে নামার আগে কোচ আমাকে বললেন, ‘এই ফ্রি কিকটা নাও। তুমি গোল করতে যাচ্ছো।’ এবং ম্যাচের শেষে কোচ বললেন, ‘আমি তোমাকে বলেছিলাম!”