ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তহুরা খাতুনই জানালেন, এমন ভাবনা প্রবলভাবে উঁকি দিয়েছিল তার মনে।
Published : 01 Dec 2023, 06:58 PM
মাঠে যিনি জোড়া গোলের আলো ছড়ালেন, যার বড় অবদানে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশ, ম্যাচ শেষে সেই তহুরা খাতুন শোনালেন বিস্ময়কর এক কথা। একসময় নাকি খেলা ছেড়ে দেওয়ার ভাবনা উঁকি দিয়েছিল তার মনে!
বেশ কিছুদিন ধরে মূলত বদলি ফরোয়ার্ড হিসেবে খেলছিলেন তহুরা। সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার সেরা একাদশে হয়ে ওঠেন নিয়মিত। স্বপ্না হঠাৎ করে অবসর নেওয়ায় এবং কৃষ্ণার চোটে সিঙ্গাপুর ম্যাচে সেরা একাদশে সুযোগ পান তহুরা। আস্থা রাখার প্রতিদানও তিনি দিলেন দারুণভাবে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের জালে তৃতীয় মিনিটেই আফিদা খন্দকার গোল করে সুর বেঁধে দেন। পরে দুই গোল করে জয় নিশ্চিত করেন তহুরা।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথমবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জালান বেসার স্টেডিয়ামে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল মেয়েরা। একই স্কোরলাইনে এবার জিতল বাংলাদেশ।
পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। তৃতীয় মিনিটে আফিদা হেডে দলকে এগিয়ে নেন। এরপর তহুরা ব্যবধান দ্বিগুণ করেন বক্সের ভেতর থেকে নিখুঁত টোকায়। দ্বিতীয়ার্ধে দলের জয় নিশ্চিত করা গোলটি এই ফরোয়ার্ড করেন দারুণ বুদ্ধিদ্বীপ্ত চিপ শটে। ম্যাচ শেষে তিনি শোনালেন আগের ভাবনার কথা।
“মাঝখানে আমি খারাপ সময় পার করেছি, অনেক অসুস্থ ছিলাম। লিটু স্যারকে (সহকারী কোচ) বলেছিলাম স্যার আমি খেলা ছেড়ে দেব। আর আমি খেলব না। স্যার বলেছিলেন, তুই চালিয়ে যা। পারবি। স্যার আমাকে অনেক সমর্থন করেছিলেন। খেলা থেকে আমি প্রায় ছিটকে গিয়েছিলাম বলতে গেলে।”
প্রথমবারের মতো সিঙ্গাপুরকে হারানোর কৃতিত্ব কোচ টিটু দিলেন শিষ্যদেরকে। তহুরাকে ৮৫তম মিনিটে তুলে নেন কোচ, কিন্তু এত সময় পেয়েও হ্যাটট্রিক করতে না পারায় তাকে নিয়ে একটু মজাও করলেন টিটু।
“এটা তহুরার ফল্ট (হাসি)। আমি ওকে সময় দিয়েছি, ও হ্যাটট্রিক করতে পারেনি। সবাইকে আমার দেখা দরকার, আর তহুরারও বিশ্রামের দরকার ছিল। ওদের ভেতর যে টিম স্পিরিট আছে, তাতে ওরা মাইন্ড করে না। ওদের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের অর্জন বেশি গুরুত্বপূর্ণ।”
“মেয়েদের জয়ে আমার কোনো ভূমিকা নেই। যা করেছে, মেয়েরা করেছে। দাপটের সাথে জিততে পারাটা গুরুত্বপূর্ণ। আজ ওরা সেভাবেই জিতেছে, হয়তো আরও বেশি গোলে জিততে পারত।”
আগামী সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে কমলাপুরেই মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।