ফরাসি তারকার বিপক্ষে খেলাটা দারুণ হবে বলে মনে করছেন বার্সেলোনা স্ট্রাইকার।
Published : 15 Mar 2024, 03:16 PM
সাম্প্রতিক সময়ের নানা ঘটনাপ্রবাহে মৌসুম শেষে কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার ব্যাপারটি অনেকটাই নিশ্চিত। তার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে দেখা হচ্ছে রেয়াল মাদ্রিদকে। আর তা হলে, লা লিগায় ফরাসি তারকার বিপক্ষে খেলাটা দারুণ হবে বলে মনে করছেন বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপের। আগে অনেকবার তাকে দলে টানার চেষ্টা করে ব্যর্থ হয়েছে রেয়াল। এবার তা আলোর মুখ দেখতে যাচ্ছে বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।
এমবাপে রেয়ালে এলে ক্লাসিকোয় তার বিপক্ষে দেখা হয়ে যাবে লেভানদোভস্কির। বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০২২ সালের মাঝামাঝি থেকে বার্সেলোনায় খেলা পোলিশ তারকা স্বদেশের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বললেন, এমবাপের বিপক্ষে খেলতে তর সইছে না তার।
“লা লিগায় তার (এমবাপে) বিপক্ষে খেলাটা দারুণ হবে। যদি দলবদলটা হয়, (তাকে) ভয় পাব না, এটিকে ভালো দিক হিসেবেই দেখব আমি।”