কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
Published : 13 Mar 2025, 08:29 AM
ইন্টার মায়ামির সবশেষ তিন ম্যাচে মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। আসছে ম্যাচে সবুজ আঙিনায় বল পায়ে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে? মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, দলের সঙ্গে যাবেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়ার বিপক্ষে খেলবে মায়ামি। জ্যামাইকার কিংসটনে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি।
মেসি সবশেষ খেলেছেন গত ২৫ ফেব্রুয়ারি, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের ওই ম্যাচে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে মায়ামির ৩-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত একটি গোলও করেন তিনি।
তারপর থেকে মায়ামির তিন ম্যাচে খেলেননি ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তার না খেলার কারণ শুরুতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়নি, এতে তৈরি হয় ধোঁয়াশা।
সবশেষ, মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের আগে কোচ মাসচেরানো জানান, পেশির অবসাদজনিত কারণে মাঠের বাইরে মেসি। ওই ম্যাচের স্কোয়াডে ও ডাগআউটেও দেখা যায় তাকে, কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামেননি। ১-০ গোলের জয় পায় মায়ামি।
ক্যাভালিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার দলের অনুশীলনের পর সংবাদমাধ্যমকে মাসচেরানো বলেন, এই ম্যাচে পাওয়া যাবে মেসিকে।
“লিও মেসি দলে আছে এবং দলের সঙ্গে জ্যামাইকায় যাবে। তার খেলার জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সে শুরু থেকে থাকবে নাকি বেঞ্চে অপেক্ষা করবে ও পরে নামবে, সে ব্যাপারে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেব আমরা।”
“সে আজ (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেছে এবং ভালো বোধ করছিল। আমরা খুশি যে, সে আমাদের সঙ্গে জ্যামাইকায় যাবে।”