দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে আজমপুর এফসি উত্তরাকে হারিয়েছে আবাহনী লিমিটেড।
Published : 21 Jul 2023, 07:26 PM
বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সে ভলিতে জাল খুঁজে নিলেন নাবীব নেওয়াজ জীবন। পোস্টে ঢুকে তিনি বলে লাথি মারলেন তিন দফা। যেন ক্ষোভ ঝারলেন। প্রথমার্ধে যে তার স্পট-কিক বাধা পেয়েছিল পোস্টে। দ্বিতীয়ার্ধের ওই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড।
প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজমপুর এফসি উত্তরাকে ১-০ গোলে হারায় আবাহনী। ৭০তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অধিনায়ক জীবন।
লিগে আবাহনীর রানার্সআপ হওয়া নিশ্চিত হয়েছিল আগেই। ২০ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা।
২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আবাহনী তাদের আগের ম্যাচে হেরেছিল চ্যাম্পিয়নদের কাছে।
আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া উত্তরা একমাত্র দল হিসেবে এবারের আসরে কোনো জয়ের স্বাদ পেল না। ২০ ম্যাচের ১৫টি হারল তারা, ড্র ৫টি।