বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বসুন্ধরা কিংসকে ড্রয়ে রুখে দেওয়ার পর স্টেডিয়াম ছাড়ার সময় আক্রমণের শিকার হয়েছে ফর্টিস এফসি।
Published : 19 Jan 2025, 12:05 AM
মাঠের লড়াইয়ে ছড়ায় উত্তাপ। দুই পক্ষের খেলোয়াড়রা দফায় দফায় মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে জড়ান। সেই উত্তাপের আঁচ লাগল মাঠের বাইরেও। বসুন্ধরা কিংস অ্যারেনায় সমর্থকদের হামলার শিকার হয়েছে ফর্টিস এফসির টিম বাস।
ছবিতে দেখা যাচ্ছে, ফর্টিসের টিম বাসের সামনের গ্লাসে শক্ত বস্তুর আঘাতে অসংখ্য চিড় ধরেছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের অনেককে দেখা যায় টিম বাসের মধ্যে ভয়ে জড়সড় হয়ে থাকতে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে কিংসের বিপক্ষে ১-১ ড্র করে ফর্টিস। ম্যাচ চলাকালেই খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে একাধিকবার।
গ্যালারিতেও সেই উত্তাপ ছিল। কিংস ও ফর্টিস এফসির সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দুই পক্ষের ফ্লেয়ার পোড়ানোর ধোয়ায় খেলা বন্ধও থাকে কিছুক্ষণ।
এর আগের সবশেষ দেখায় ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক উপহার দিয়েছিল ফর্টিস। এবার প্রিমিয়ার লিগে শিরোপাধারীদের ড্রয়ে রুখে দেওয়া মাসুদ পারভেজ কায়সারের দলের জন্য ছিল বাড়তি আনন্দের উপলক্ষ। কিন্তু সে আনন্দ ফিকে হয়ে যায় বাসে হামলার ঘটনায়।
ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন টিম বাসে হামলা হওয়ার বিষয়টি। তবে এটিকে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই দেখতে চান।
“এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। প্রতিটি দলের সমর্থকদের প্রতি আমাদের সম্মান আছে। খেলা মাঠে চলাকালীন তারা ভিন্ন ভিন্ন দলের সমর্থক হলেও খেলা শেষে তারা সর্বপরি ফুটবলের সমর্থক। সুতরাং ফুটবল সংশ্লিষ্ট সবার প্রতি আনুরোধ-একে অপরের সম্মান নিশ্চিত করতে হবে।”
প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী কিংস। ৮ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে ষষ্ঠ স্থানে।