জব্দ করা সোনার আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
Published : 26 Apr 2025, 01:43 PM
পোশাকে লেপ্টে প্রায় আড়াই কেজি সোনা বহনের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস।
শুক্রবার সকাল সোয়া ১১টায় ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় নামেন।
জব্দ করা দুই কেজি ৪১৭ গ্রাম সোনার আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ৩৮ বছর বয়সী শাহজাহান সিলেটের গোয়াইনঘাটের দেওয়ারগ্রামের বাসিন্দা। তার বাবার নাম শওকত আলী, মায়ের নাম মিরজান বেগম।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর পোশাক খুলে হাতে নিলে ‘অস্বাভাবিক ওজন’ মনে হয়। পরে তার চারটি আন্ডারপ্যান্ট, একটি ফুলপ্যান্ট ও তিনটি টি-শার্ট আগুনে পুড়িয়ে ডাস্টসহ ২ হাজার ৫৬০ গ্রাম সোনার পাউডার উদ্ধার করা হয়। পরে পরিশোধন করে ২ কেজি ৪১৭ গ্রাম সোনা পাওয়া যায়।
ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা বরুণ।