বাংলাদেশ ফুটবল
ডিআর কঙ্গো বংশোদ্ভূত এই ফরাসি উইঙ্গার ক্লাব ক্যারিয়ারে বেশি সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে।
Published : 22 Aug 2024, 10:56 PM
২০২৪-২৫ মৌসুমের জন্য সাদামাটাভাবে দল গুছিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। উল্লেখ করার মতো খবর, লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলে টেনেছে ডিআর কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। ঐতিহ্যবাহী মোহামেডানের দল অনেকটাই গত মৌসুমের মতো, পরিবর্তন নেই তেমন একটা।
বাফুফের অনুরোধে তিন দিন বাড়ানোর পর ২২ অগাস্ট শেষ হয়েছে দলবদল।
কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। দলটি এবার তাঁবুতে টেনেছে শেখ জামালের তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। মিগেল ফিগেইরা দামাশেনো, রবসন দি সিলভা রবিনিয়ো আগে থেকেই ছিলেন; এবার যোগ হয়েছেন ফরাসি উইঙ্গার খাসা।
২৬ বছর বয়সী খাসা ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ তিনি খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। আর দুই বছর কিংসে খেলার পর স্বদেশের আতলেতিকো ও আবাহনী ক্লাব ঘুরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফের্নান্দেস ফিরেছেন পুরোনো ঠিকানায়।
সুলেমানে দিয়াবাতে, মুজাফ্ফর মুজাফ্ফরভ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিদেরকে ধরে রেখেছে গত মৌসুমে লিগে রানার্সআপ হওয়া মোহামেডান। চলে যাওয়া শাহরিয়ার ইমন,হাসান মুরাদদের জায়গায় তারা নিয়েছে রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিনদের।
আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব দলবদলে অংশ না নেওয়ার কথা জানানোয়, দলটির খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। তাদের কথা ভেবে বাফুফে এবার দলগুলোকে সর্বোচ্চ ৪০ জন খেলোয়াড়ের নিবন্ধনের সুযোগ দিয়েছিল। মোহামেডান ৩৭ জন নিয়ে দল গুছিয়েছে। কিংস নিবন্ধন করিয়েছে ৩৪ জনের।
স্থানীয়দের নিয়ে দল গড়েছে আবাহনী। ক্ষমতার পালাবদলে ভাংচুরের শিকার হয় ক্লাবটি। দলবদল নিয়ে তারা শুরুর দিকে নিরব থাকলেও শেষ দিনে এসে গুছিয়ে নিয়েছে সাদামাটাভাবে। সব বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে তারা।
মোট ৩২ জন খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে আবাহনী। এদের মধ্যে ২১ জনের নিবন্ধন তারা আগেই করিয়েছিল। শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান সজীবসহ ১১ জনের নিবন্ধন সেরেছে তারা।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার গত মৌসুমের মতো এবারও আবাহনীতে খেলার কথা শোনা গিয়েছিল। কিন্তু আবাহনীর তাকে নিবন্ধন করায়নি। গত মৌসুমে শেখ রাসেলে খেলা মিতুল মারমাও আবাহনীতে যোগ দিচ্ছেন বলে মৌখিকভাবে কথা ‘পাকাপাকি’ হয়েছিল, শেষ দিনে দুই পক্ষ নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছে।
এছাড়া দলবদলে এসেছে পুলিশ এফসি, ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।