বাংলাদেশ ফুটবল
দেশের নারী ফুটবলের উন্নতিতে নিজের প্রত্যাশাও জানালেন উইমেন’স সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন।
Published : 20 Nov 2024, 03:08 AM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যরকম সময় কাটালেন সাবিনা-মাসুরা-মারিয়ারা। চিত্রনায়ক আলমগীর হোসেন, খলনায়ক মিশা সওদাগরদের সাথে ছবি তুললেন। খোশগল্পে মেতে থাকলেন। মেটালেন সমর্থকদের সেলফি তোলার দাবিও। এর মাঝেই জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দেশের প্রথম অনলাইন সংবাদপত্রের কাছে নিজের প্রত্যাশাও জানিয়ে রাখলেন।
ক্রীড়াঙ্গনের পাশে সবসময় থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর বিশেষ করে নারীদের খেলাধুলার দিকে বাড়তি মনোযোগই দিয়ে থাকে। টানা দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনার প্রত্যাশা সামনের দিনগুলোতে এই মনোযোগ যেন আরও বৃদ্ধি পায়। প্রতিকূলতার স্রোত পেরিয়ে উঠে আসা মেয়েদের গল্প যেন বিডিনিউজ তুলে ধরে আরও বেশি করে।
“প্রথমেই বিডিনিউজের যে আঠারো বছরের পথচলা, ১৯ এ পা রাখা, সেজন্য শুভকামনা ও ভালোবাসা রইল। খেলোয়াড়দের মানুষের সামনে হাইলাইট করার সবচেয়ে বড় যে মাধ্যম, সেটা গণমাধ্যম। সেখানে আপনারা যেভাবে আমাদের নিয়ে কাজ করেন, সেটা তো অবশ্যই প্রসংশনীয়। আমরা চাই, যেভাবে আপনারা আমাদের মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর নিউজ কাভার দিয়ে, সবসময় ইতিবাচকভাবেই এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এই প্রত্যাশাই থাকবে।”
“আমার মনে হয় যে, আমাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। তো আপনারা যদি, এলাকাভিত্তিক জায়গাগুলো তুলে ধরেন, সেখানকার প্রতিটি মেয়ের সংগ্রাম এবং তারা যেভাবে কাজ করে, বাকিদের যেভাবে অনুপ্রাণিত করে, আমার মনে হয়, আস্তে আস্তে সেগুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয় (আরও বেশি করে), তাহলে বাকি মেয়েরাও অনুপ্রাণিত হবে।”
অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা ছাড়াও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা, দুই ডিফেন্ডার মাসুরা পারভীন, নিলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড আইরিন। এছাড়া জাতীয় পুরুষ ফুটবল দলের ডিফেন্ডার ও বর্তমান অধিনায়ক তপু বর্মন ও ফরোয়ার্ড শেখ মোরসালিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এসেছিলেন অনুষ্ঠানে।
বাফুফের পক্ষ থেকে কর্মকর্তা ও খেলোয়াড়রা ফুলেল শুভেচ্ছা জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে। টানা দ্বিতীয়বার দেশকে সাফল্য এনে দেওয়া সাবিনা-মারিয়াদের সাথে গল্পও করেন খালিদী।