স্প্যানিশ ফুটবল
নিজেদের রক্ষণভাগের হতশ্রী পারফরম্যান্স মানতে পারছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 13 Jan 2025, 03:14 PM
শিরোপা লড়াইয়ের আগে রেয়াল মাদ্রিদ শিবিরে ঘুরেফিরে এলো, বার্সেলোনার বিপক্ষে আড়াই মাস আগের বিধ্বস্ত হওয়ার স্মৃতি। প্রতিশোধ নেওয়ার বাসনার কথাও শোনা গেল তাদের কণ্ঠে। কিন্তু, মাঠে তার প্রতিফলন পড়ল না। উল্টো, এলোমেলো পারফরম্যান্সে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকবার বিপর্যস্ত হওয়ার পর তীব্র হতাশা ঘিরে ধরেছে কার্লো আনচেলত্তির দলকে।
সৌদি আরবের জেদ্দায় রোববার বছরের শুরুতে ট্রফিটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চেয়েছিল রেয়াল। সঙ্গে ছিল গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে ৪-০ গোলের হারের প্রতিশোধ নেওয়ার তাড়নাও।
সেই লক্ষ্যে ম্যাচের শুরুটাও দারুণ হয় তাদের, এগিয়ে যায় কিলিয়ান এমবাপের গোলে। কিন্তু তাদের উচ্ছ্বাসের ওখানেই শেষ। শুরু হয় বার্সেলোনার গোলবন্যা। প্রথমবার্ধেই একে একে জালে বল পাঠান লামিনে ইয়ামাল, রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও আলেহান্দ্রো বাল্দে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরেকটি গোল করে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ৫-২ গোলে জয় পায় কাতালান ক্লাবটি।
৫৬তম মিনিটে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে নতুন নাটকীয়তার সম্ভাবনা জাগে। তবে, এক গোলের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি রেয়াল। তবে আনচেলত্তির খারাপ লাগার সবচেয়ে বড় কারণ দলের রক্ষণভাগ; নিজেদের বক্সে এমন হতশ্রী পারফরম্যান্স মানতে পারছেন না তিনি।
“আমাদের বাস্তবতা মেনে নিতে দিতে হবে। আমরা রক্ষণ ভালোভাবে সামলাইনি। আমরা উপরে উঠে চাপ দেওয়ার এবং নিচে নেমে (বক্সের মুখে) রক্ষণদেয়াল গড়ার চেষ্টা করেছিলাম…তারা সহজেই গোলগুলো করল এবং আমরা কঠোর পরিশ্রম করিনি, দলগতভাবে কিংবা ব্যক্তিগতভাবেও না।”
“আমরা (বল দখলের) অনেক লড়াই হেরেছি। এটা আমাদের কষ্ট দিচ্ছে এবং হতাশ করছে। তবে, এটাই ফুটবল। এই কষ্টকে আমাদের বাড়ি বয়ে নিতে হবে। সমর্থকদের কষ্টটাও আমি বুঝতে পারছি। আমরা সেটা অনুভব করছি, তবে আমাদের সামনে তাকাতে হবে এবং পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। পূর্বে যে ভালো ফর্মে ছিলাম, সেটাও ফিরে পেতে হবে।”
রেয়ালের পরের অভিযান কোপা দেল রেতে। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের শেষ ষোলোয় সেল্তা ভিগোর মুখোমুখি হবে আনচেলত্তির দল। আগামী বৃহস্পতিবার ম্যাচটি তাদের মাঠেই গড়াবে।