চ্যাম্পিয়ন্স লিগ
আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফরাসি এই মিডফিল্ডারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
Published : 24 May 2024, 06:28 PM
উঁকি দিচ্ছিল শঙ্কার কালো মেঘ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অহেলিয়া চুয়ামেনিকে পাবে না রেয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফরাসি এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে।
আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেয়াল। এই ম্যাচ থেকে চুয়ামেনির ছিটকে পড়ার কথা শুক্রবার নিশ্চিত করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নেমে পায়ে চোট পান চুয়ামেনি। ওই ম্যাচে রেয়ালের শুরুর একাদশে ছিলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তাকে ৭০তম মিনিটে তুলে নেন কোচ।
সে সময় অবশ্য চোটের কোনো লক্ষণ দেখা যায়নি চুয়ামেনির মধ্যে। কিন্তু পরে এক বিবৃতি দিয়ে রেয়াল জানায়, পায়ের স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন এই ফুটবলার।
শেষ চারের দ্বিতীয় লেগে বায়ার্নকে ২-১ গোলে হারায় রেয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয় ইউরোপের সফলতম ক্লাবটি।
আগেই লা লিগা শিরোপা ঘরে তোলা রেয়াল মৌসুমের শেষ লিগ ম্যাচে শনিবার রেয়াল বেতিসের মুখোমুখি হবে। আগের দিন সংবাদ সম্মেলনে চুয়ামেনির বর্তমান অবস্থার ধারণা দেন আনচেলত্তি।
“সেরে উঠতে সে কাজ করে যাচ্ছে। তবে সে (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালের জন্য প্রস্তুত নয়।”
ইউরোর জন্য গত সপ্তাহে ঘোষিত ফ্রান্সের ২৫ সদস্যের স্কোয়াডে চুয়ায়মেনিকে রেখেছেন দলটির কোচ দিদিয়ে দেশম। আসছে টুর্নামেন্টে এই মিডফিল্ডারের খেলা নিয়ে সংশয় প্রকাশ করে আনচেলত্তি বলেছেন, “দেখা যাক, সে ইউরোর জন্য প্রস্তুত হতে পারে কিনা।”
আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপ। তিন দিন পর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স, অস্ট্রিয়ার বিপক্ষে।