চলতি মৌসুম শেষে টটেনহ্যামকে বিদায় জানাবেন মউরা

চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা শেষ হবে ২০২২-২৩ মৌসুমের পর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 11:01 AM
Updated : 19 May 2023, 11:01 AM

ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন দলে অনিয়মিত হয়ে পড়া লুকাস মউরা। চলতি মৌসুমের পর টটেনহ্যাম হটস্পার ছাড়বেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে পিএসজি থেকে টটেনহ্যামে যোগ দেন মউরা। এই মৌসুমেই লন্ডনের দলটির সঙ্গে শেষ হবে তার চুক্তির মেয়াদ।

টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১৯টি ম্যাচ খেলেছেন মউরা। গোল করেছেন ৩৮টি। চলতি মৌসুমে ৩০ বছর বয়সী এই ফুটবলার ম্যাচ খেলেছেন ২১টি।

টটেনহ্যামের জার্সিতে মউরার স্মরণীয় পারফরম্যান্সের একটি এসেছিল ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে, আয়াক্সের বিপক্ষে সেমি-ফাইনালে। প্রথম লেগে ২-০তে পিছিয়ে থাকার পর ফিরতি লেগে মউরার হ্যাটট্রিক প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে খেলে টটেনহ্যামে। সেবার ফাইনালে লিভারপুলের কাছে হেরে যায় তারা।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৩৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে টটেনহ্যাম। দলটির পরবর্তী ম্যাচ লিগে আগামী শনিবার, ব্রেন্টফোর্ডের বিপক্ষে।