রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লিভারপুলের সাবেক কোচ।
Published : 09 Oct 2024, 03:04 PM
নতুন ভূমিকায় ফুটবলে ফিরছেন ইয়ুর্গেন ক্লপ। রেড বুলের ‘গ্লোবাল সকার প্রধান’ হিসেবে নিয়োগ পেয়েছেন লিভারপুলের সাবেক কোচ।
এনার্জি ড্রিংকস কোম্পানি রেড বুল বিশ্বের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের মালিক। জার্মানির বুন্ডেসলিগার আরবি লাইপজিগ, অস্ট্রিয়ার রেড বুল সালসবার্গ, মেজর লিগ সকারের নিউ ইয়র্ক রেড বুলস, ব্রাজিলের রেড বুল ব্রাগানচিনো এই কোম্পানির মালিকানাধীন।
৫৭ বছর বয়সী ক্লপকে দায়িত্ব দেওয়ার কথা বুধবার জানিয়েছে রেড বুল। আগামী বছরের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন তিনি।
গত মৌসুম শেষে লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ার পর ক্লপের প্রথম চাকরি এটি। নতুন ভূমিকায় ফুটবলে ফেরার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
“প্রায় ২৫ বছর ডাগআউটে থাকার পর এরকম একটি প্রকল্পে সম্পৃক্ত হয়ে খুবই রোমাঞ্চিত আমি। ভুমিকা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু ফুটবল এবং এর সঙ্গে সম্পৃক্ত মানুষদের প্রতি আমার আবেগ নয়।”
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তিনি দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দলটি। ২০১৮-১৯ মৌসুমে তারা জেতে চ্যাম্পিয়ন্স লিগ। ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা ঘরে তোলে তারা ২০১৯-২০ মৌসুমে। সব মিলিয়ে ক্লপের কোচিংয়ে সাতটি বড় শিরোপা জেতে লিভারপুল।
এর আগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে তিনি জেতান দুটি বুন্ডেসলিগা শিরোপা। তার কোচিংয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলে দলটি।
রেড বুলের মালিকানাধীন ক্লাবগুলোর প্রতিদিনের কর্মকাণ্ডে অবশ্য সম্পৃক্ত থাকবেন না ক্লব। কৌশলগত বিষয়ের পাশাপাশি রেড বুলের দর্শনকে এগিয়ে নিতে ক্রীড়া পরিচালকদের সাহায্য করবেন তিনি। একই সঙ্গে সংগঠনের বিশ্বব্যাপী স্কাউটিং পরিচালনা এবং কোচদের প্রশিক্ষণ ও উন্নয়নে অবদান রাখবেন।