বিশ্বকাপ বাছাই
আর্জেন্টাইন গোলরক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের অ্যাসোসিয়েশন।
Published : 12 Sep 2024, 03:59 PM
বিতর্কিত কাণ্ড ঘটিয়ে নানা সময়ই খবরের শিরোনাম হয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টাইন তারকা গোলরক্ষকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেছেন এক টিভি ক্যামেরাম্যান। তার দাবি, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর মেজাজ হারিয়ে তাকে চড় মারেন মার্তিনেস।
কলম্বিয়ার মাঠে গত মঙ্গলবার ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তাতে ছেদ পড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ১২ ম্যাচের অপরাজেয় পথচলায়। সেদিন ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান মার্তিনেস।
কলম্বিয়ার জনি জ্যাকসন নামের ওই ক্যামেরাম্যান বলেন, ম্যাচ শেষের বাঁশি বাজার পর মার্তিনেসের কাছে যান তিনি। তখন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক আরেকজন খেলোয়াড়কে অভিবাদন জানাচ্ছিলেন।
জ্যাকসনের ধারণ করা ফুটেজে দেখা যায়, মার্তিনেস ক্যামেরায় আঘাত করছেন এবং পরে তা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আরসিএন দেপোর্তেসকে বুধবার পরের ঘটনা বলেন জ্যাকসন।
“আচমকা তিনি আমাকে চড় মেরে বসেন। আমার খুব রাগ হচ্ছিল, খুবই রাগ হচ্ছিল। আমি তার মতোই নিজের কাজ করছিলাম। তিনি খেলছিলেন আর আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম।”
মার্তিনেসকে একটি বার্তাও পাঠিয়েছেন জ্যাকসন।
“দিবু (মার্তিনেস), আমার ভাই, কেমন আছো? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন যে ক্যামেরাম্যানকে তুমি আক্রমণ করেছিলে। আমি বলত চাই যে সবকিছু ঠিক আছে, আমার ভাই। সবাই তার জীবনে একটি হলেও ম্যাচ হারে। এই হার তোমার কাছে পরিষ্কারভাবে অনেক কিছু। তবে এগিয়ে যাও, দিবু।”
জ্যাকসন যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, তারা কারাকোল টেলিভিশন ও আরসিএন দেপোর্তেসকে বিভিন্ন ফুটেজ সরবরাহ করে থাকে।
এমন কাণ্ডের জন্য ফুটবলারদের নিষিদ্ধ করার নজির আছে। মার্তিনেসকেও ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের অ্যাসোসিয়েশন-এসিওআরডি। সংস্থাটির সভাপতি ফাইভার এর্নান্দেস বিবৃতিতে বলেছেন, আর্জেন্টাইন গোলরক্ষক মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ করেছেন।
“দেশের সাংবাদিকদের কর্তৃপক্ষ হিসেবে এসিওআরডি চায়, ফিফা যেন এমিলিয়ানো দিবু মার্তিনেসকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যিনি নতুন প্রজন্মের জন্য কোনো আদর্শ নন।”
এই ঘটনা নিয়ে মার্তিনেস ও দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম দুইয়ে থাকা কলম্বিয়া। পয়েন্ট টেবিলের প্রথম ৬ দল সরাসরি জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে।