ইংলিশ ফুটবল
লোকের সমালোচনার নেতিবাচক প্রভাব নিজের ওপর পড়তে দেন না বলে দাবি করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 14 Apr 2025, 05:29 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলাচ্ছে না কিছুতেই। প্রিমিয়ার লিগে আরেকটি হারের পর ফের সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই দল ও তাদের কোচ হুবেন আমুরি। তবে এতে বিচলিত নন এই পর্তুগিজ কোচ। তার মতে, ব্যক্তির সমালোচনার চেয়েও খারাপ কিছু হলো দলের পরাজয়।
নিউক্যাসল ইউনাইটেডের মাঠে রোববার লিগ ম্যাচে ৪-১ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই মৌসুমে লিগে তাদের ১৪তম হার এটি, যা গোটা ২০২৩-২০২৪ মৌসুমে তাদের হারের সমান। এখনও ম্যাচ বাকি ছয়টি। পয়েন্ট টেবিলে তারা আছে ১৪ নম্বরে।
গত নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া আমুরি বললেন, লোকের সমালোচনার কারণ তিনি বুঝতে পারছেন। তবে এতে তার কিছু যায় আসে না। দলকে উন্নতির তাগিদ দিলেন ৪০ বছর বয়সী কোচ।
“(সমালোচনার কারণ) বুঝতে পারছি, কিন্তু আমি পরোয়া করি না। ম্যাচ হারার চেয়ে খারাপ আর কিছুই নেই। মানুষ যা ইচ্ছা বলতে পারে। আমি নিজের পক্ষে সাফাই গাইতে চাই না বা এরকম কিছু করতে চাই না। পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যায়।”
“দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল হজমের পর আমরা খেই হারিয়ে ফেলি, এইসব মুহূর্তে আমাদের আরও ভালো করতে হবে। আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে এবং (লিগ টেবিলে) আমাদের অবস্থানই এই মৌসুমে আমাদের পারফরম্যান্সের প্রতিফলন।”
ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে লিওঁর মুখোমুখি হবে ইউনাইটেড। প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল।