এশিয়ান কাপ বাছাই
দল ঘোষণার সময় হামজার নাম উচ্চারিত হতেই শিলংয়ের গ্যালারিতে ভারতীয় সমর্থকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন।
Published : 25 Mar 2025, 11:06 PM
মাইকে ভারতের সেরা তারকা সুনিল ছেত্রির নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। সেটা স্বাভাবিকই ছিল। এরপর আরেকদফা এমন উচ্ছ্বাস দেখা গেল খোদ ভারতীয় সমর্থকদের মধ্যে! যখন বাংলাদেশের নাম ঘোষণার পর্ব এলো, হামজার উচ্চারিত হলো, শিলংয়ের গ্যালারিতে শোনা গেল উচ্ছ্বাসও!
জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারত-বাংলাদেশের ম্যাচে কেউ জেতেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
তবে, এই ম্যাচে একজন জিতেছেন, তিনি হামজা। ইংলিশ ফুটবলের খেলার অভিজ্ঞতা নিয়ে যিনি গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি। খোদ ভারত কোচ মানোলো মার্কেস সোমবারের সংবাদ সম্মেলনে বলেছিলেন, হামজার অন্তর্ভুক্তি শুধু বাংলাদেশের নয়, এশিয়ার ফুটবলের জন্যই ভালো।
অবশ্য ম্যাচ শুরুর পর হামজাকে নিয়ে উচ্ছ্বাসে টান পড়েছিল ভারতীয় সমর্থকদের মধ্যে। অনুমিতভাবেই অবসর ভেঙে ফেরা সর্বোচ্চ গোলদাতা ছেত্রিকে ঘিরে ছিল তাদের উন্মাদনা। কিন্তু সে উন্মাদনাও সময়ের সাথে সাথে থিতিয়ে পড়তে থাকে, কাজী তারিক রায়হান যে কড়া পাহারায় বন্দি করে রেখেছিলেন আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতাকে!
প্রতিটি পদক্ষেপে নিজের মান দেখিয়েছেন হামজা। নিখুঁত ট্যাকলে, দারুণ সব পাসে নজর কেড়েছেন লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ভারত ম্যাচে অবশ্য মিডফিল্ডে খেলেছেন হামজা। সেখানেও সপ্রতিভ ছিলেন। তপু বর্মন চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় দ্বিতীয়ার্ধে হামজাকে তার পজিশনে ফিরিয়ে আনেন কাবরেরা। সেখানে তিনি দেখিয়েছেন নিজের সামর্থ্য।
হামজার প্রতি যেন ‘বাড়তি মনোযোগ’ ছিল রেফারিরও। যোগ করা সময়ে ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে ছুটছে, ক্রিস্টন কোলাসো ট্যাকল করলেন হাজমাকে, কোলাসোর দিকে ছুটে এলেন রেফারি! যেন বুঝিয়ে দিলেন, হামজার মানের খেলোয়াড়কে আগলে রাখা তারও দায়িত্ব।
এরপর যখন শেষের বাঁশি বাজল, টিভির পর্দায় ভেসে উঠল ছেত্রির মুখ। গোলের চাহিদা পূরণ করতে না পারার হতাশা সেখানে স্পষ্ট। এই প্রয়োজন মেটাতেই তাকে অবসর ভেঙে ফিরিয়েছিলেন ভারত কোচ। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে গোল করে ইঙ্গিতও দিয়েছিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেরা ছেত্রির দেখা মেলেনি।
হামজাকেও দেখা গেল টিভি পর্দায়। তিনি অবশ্য খুব উচ্ছ্বসিত নন, বিষন্নও নন। তবে হাসিখুশি। দেশের হয়ে অভিষেকের আনন্দ তার সঙ্গী। এমন আনন্দের দিনে হামজা ম্যাচটি জিতেননি, হারেনওনি। তবে মন জয় করেছেন ফুটবলপ্রেমীদের। মাইকের ওই নাম ঘোষণার সময় ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস যে সে কথাই বলছে।