স্প্যানিশ ফুটবল
তিনটি শিরোপার লড়াইয়ে থাকা কাতালান ক্লাবটির জন্য দানি ওলমোর ফেরা দারুণ সুখকর।
Published : 14 Apr 2025, 04:24 PM
প্রত্যাশিত সময়ের আগেই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন দানি ওলমো। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের জন্য তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গত সপ্তাহের প্রথম লেগে ৪-০ গোলের জয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। ফিরতি লেগে মঙ্গলবার জার্মান ক্লাবটির মাঠে নামবে তারা।
ডর্টমুন্ডের মাঠে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
এজন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেন ফ্লিক। ওলমোর ফেরার সম্ভাবনার খবর অবশ্য আগের দিনই অনেক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত ২৭ মার্চ লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ২১ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ওলমো। এর ছয় মিনিট পর পায়ের চোটে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে পরদিন জানা যায়, তার সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই তিনি খেলতে পারবেন না বলে তখন শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা দূর করে আগেভাগেই ফিরছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও আরও দুটি শিরোপার জন্য লড়ছে। লা লিগার টেবিলে শীর্ষে থাকা দলটি উঠেছে কোপা দেল রের ফাইনালে। আগামী ২৬ এপ্রিল রেয়াল মাদ্রিদের বিপক্ষে এই শিরোপার লড়াইয়ে নামবে তারা।