ইংলিশ ফুটবল
ইংলিশ ফরোয়ার্ড দলের অনুশীলনে ছিলেন না বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 04 Jan 2025, 02:56 PM
স্কোয়াডে ফেরার এক ম্যাচ পরই আবার ছিটকে গেলেন মার্কাস র্যাশফোর্ড। অসুস্থতার কারণে লিভারপুলের বিপক্ষে আসছে ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফরোয়ার্ড।
এর আগে পড়তি পারফরম্যান্সের কারণে টানা চার ম্যাচে স্কোয়াডের বাইরে ছিলেন র্যাশফোর্ড। পরে গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে তাকে দলে ফেরান কোচ হুবেন আমুরি, যদিও পুরোটা সময় বেঞ্চেই কাটাতে হয় ২৭ বছর বয়সী ফুটবলারকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে হেরেছে ইউনাইটেড। আর লিগের সবশেষ তিন রাউন্ডেই হারের পথে একটিও গোল করতে পারেনি দলটি।
ব্যর্থতা ঝেরে ফেলার লক্ষ্যে রোববার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের মাঠে নামবে ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়।
এক দিন আগেই আমুরি জানিয়ে দেন আসছে ম্যাচে দলে থাকবেন না র্যাশফোর্ড।
“পরিস্থিতি একইরকম আছে, এই মুহূর্তে সে অসুস্থ। সে অনুশীলন করছে না।”
লিগে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে পরাজয়ের পর ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ১৯৮৯ সালের পর লিগে এবারই সবচেয়ে খারাপ অবস্থায় থেকে বছর শেষ করেছে তারা।
আর পুরো মৌসুমে একটিমাত্র ম্যাচে হারা লিভারপুল লিগে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।