বিশ্ব মঞ্চে কিংবদন্তি মার্তার শেষটা হলো চরম হতাশায়।
Published : 02 Aug 2023, 07:08 PM
একই সময়ে শুরু দিনের প্রথম দুই ম্যাচে হেরে গেল আর্জেন্টিনা ও ইতালি। তাতে নারী ফুটবল বিশ্বকাপে থেমে গেল তাদের পথচলা। দিনের পরের ভাগে মাঠে নামল শক্তিশালী ব্রাজিল। প্রতিবেশি আর্জেন্টাইনদের মতো একই ভাগ্য মেনে নিতে হলো তাদেরও। তিন দশকে প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল মার্তা ও তার সতীর্থরা।
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে চলতি আসরে এ পর্যন্ত বেশ কয়েকটি অঘটনের দেখা মিলেছে। যাদের মনে করা হতো ‘পুঁচকে’, তারাই চমকপ্রদ পারফরম্যান্সে হতবাক করে দিয়েছে শক্তির বিবেচনায় এগিয়ে থাকা কয়েকটি দলকে। তেমনি এক উজ্জীবিত পারফরম্যান্সে ব্রাজিলকে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নকআউট পর্বে উঠে গেছে জ্যামাইকা।
নারী ফুটবলে আর্জেন্টিনা ও ইতালি অবশ্য তেমন কোনো বড় নাম নয়। এবারে আগে তিনবার বিশ্বকাপে খেলে কখনও গ্রুপ পর্বই পার হতে পারেনি মারাদোনা-মেসিদের দেশের মেয়েরা। এবারও পারেনি তারা সেই ধারা ভাঙতে। তিন ম্যাচে কোনো জয় ছাড়াই ছিটকে গেল তারা।
‘জি’ গ্রুপের শেষ ম্যাচে বুধবার সুইডেনের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ১-০ গোলে হারের পর দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ ড্র করেছিল তারা। ওই ১ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হয়েছে দলটি।
এই গ্রুপেই তৃতীয় হয়ে বাদ পড়েছে ইতালি। শেষ ম্যাচে তারা শুরুতে এগিয়ে গিয়েও দিক হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে ৩-২ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে ওই একমাত্র জয়ে ৩ পয়েন্ট তাদের।
তিন ম্যাচের সবকটি জিতে এই গ্রুপের সেরা দল সুইডেন। ৪ পয়েন্ট নিয়ে নকআউটে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা।
মেয়েদের বিশ্বকাপে ব্রাজিলের সেরা সাফল্য ২০০৭ আসরে রানার্সআপ হওয়া। এর আট বছর আগের বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তারা। এবারও তারা শিরোপার লড়াইয়ে বড় ফেভারিটদের মধ্যে ছিল না। তবে ঐতিহ্যগতভাবেই মেয়েদের ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি তারা। জ্যামাইকার মধ্যে তাদের ব্যবধানটাও স্পষ্ট।
মেলবোর্নে মাঠের লড়াইয়েও শুরু থেকে সেটা ফুটে উঠতে থাকে। আক্রমণাত্মক ফুটবলে সুযোগও তৈরি করতে থাকে ব্রাজিল। কিন্তু জ্যামাইকার জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি তারা। ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।
তাতেই মহামূল্যবান একটি পয়েন্ট পেয়ে যায় জ্যামাইকা। তিন ম্যাচে এক জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের ধাপে পা রাখে দলটি। আর ৭ পয়েন্ট নিয়ে পরের ধাপে ওঠে ফ্রান্স।
পানামাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করা ব্রাজিল পরের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হেরে বসে ২-১ গোলে। শেষ ম্যাচের হোঁচটে ২৮ বছর পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল তারা।
এতে কিংবদন্তি মার্তার বিশ্বকাপে শেষটা হলো ভীষণ হতাশার। চলতি আসরে তিন ম্যাচেই মাঠে নেমেছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়, তবে প্রথম দুই ম্যাচে নামেন বদলি হিসেবে। রেকর্ড ছয়বার ফিফা নারী বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ীকে এদিন শুরুর একাদশে রাখেন কোচ। কিন্তু, তিনিও পারেননি দলকে জয়ের পথে নিতে।
পুরুষ ও নারী ফুটবল মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডকে সঙ্গী করেই বিদায় নিচ্ছেন মার্তা। ৬টি আসরে অংশ নিয়ে তিনি গোল করেছেন ১৭টি।
আগামী বিশ্বকাপ যখন মাঠে গড়াবে, তখন মার্তার বয়স হবে ৪১। বাস্তবিক অর্থে তাই ওই আসরে তার অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। নারী ফুটবলের উজ্জ্বলতম নক্ষত্র ক্যারিয়ার শেষ করছেন তাই সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ না পেয়েই। তার আক্ষেপ আরও হয়তো বেশি হয়ে উঠল শেষটা এমন বিষাদময় হওয়ায়।