ব্যালন দ’র পুরস্কার
তাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে।
Published : 04 Sep 2024, 11:47 PM
এই বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। তার একটি, বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবে জায়গা পেয়েছেন রেয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। যেখানে তার সঙ্গী বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা।
তাদের সঙ্গে লড়াইয়ে আরও আছেন আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর ব্যালন দ’র পুরস্কারে বর্ষসেরা পুরুষ কোচের সংক্ষিপ্ত তালিকা বুধবার প্রকাশ করা হয়।
আনচেলত্তির কোচিংয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে রেয়াল মাদ্রিদ। আলোন্সোর হাত ধরে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে, বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় লেভারকুজেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপিয়ান রেকর্ড ৫১ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে দলটি।
লেভারকুজেনের ওই অপরাজেয় যাত্রা থামিয়েই ইউরোপা লিগের শিরোপা জিতে নেয় গাসপেরিনির আতালান্তা। ১১৭ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় এবং ৬১ বছর পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের স্বাদ পায় ইতালিয়ান দলটি।
গুয়ার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান লা ফুয়েন্তে। স্কালোনির হাত ধরে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।
আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গে বর্ষসেরা কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।