চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ থেকে এসি মিলান বিদায় নেওয়ায় নিজেরই সবচেয়ে বেশি দায় দেখছেন সের্জিও কন্সেসাও।
Published : 19 Feb 2025, 02:30 PM
ফেইনুর্ডের মাঠে প্রথম লেগে হেরে যাওয়া এসি মিলান ঘরের মাঠে ঠিক পথেই ছিল। কিন্তু থিও এরনঁদেজের লাল কার্ডে দিক হারিয়ে ফেলল তারা। ডাচ ক্লাবটির সঙ্গে ড্র করে বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এর জন্য ফরাসি ডিফেন্ডারকে দায় দিচ্ছেন না মিলান কোচ সের্জিও কন্সেসাও।
সান সিরোয় মঙ্গলবার ১-১ গোলে ড্র হয় দ্বিতীয় লেগ। প্রথম লেগ ১-০ ব্যবধানে হারায় ঘরের মাঠে জয়ের বিকল্প ছিল না মিলানের।
প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল ইতালির দলটি। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে এরনঁদেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। একজন বেশি থাকার সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় ফেইনুর্ড। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় পৌঁছে যায় শেষ ষোলোয়।
এই প্লে-অফও এড়ানোর সুযোগ ছিল মিলানের সামনে। এর জন্য লিগ পর্বের শেষ রাউন্ডে দিনামো জাগরেভের বিপক্ষে জয় প্রয়োজন ছিল তাদের। সেই লড়াইয়ে ইউনুস মুসাহ লাল কার্ড দেখার পর ২-১ ব্যবধানে হেরে যায় কন্সেসাওয়ের দল।
ফেইনুর্ডের বিপক্ষে ড্রয়ে ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পর এরনঁদেজকে কাঠগড়ায় না তুলে নিজেকেই দুষলেন মিলান কোচ।
“অবশ্যই এটা একটা ব্যর্থতা। আমরা শেষ ষোলোয় যেতে চেয়েছিলাম। এই ম্যাচ দেখিয়েছে যে, আমরা প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী। এরপর এলো লাল কার্ডের সেই পর্ব যা নির্ধারণ করে দিয়েছে, জাগরেভের মতোই।”
“আপনি হয়তো বলতে পারেন রেফারি একটু বেশি কঠোর ছিলেন। তবে আমাদের মানসিকভাবে আরও দৃঢ়তার প্রয়োজন ছিল। আমিই দায়ী, থিও নয়। এরপর আমরা লকার রুমে দেখব কি হয়েছে।”
এরনঁদেজের লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচে চালকের আসনে ছিল মিলান। প্রতিপক্ষের একজন কমে যাওয়ার পর ৭৩তম মিনিটে সমতা ফেরায় ফেইনুর্ড। তবে অভিজ্ঞ ডিফেন্ডারের ভুলকে বড় করতে দেখতে রাজি নন কন্সেসাও।
“মিলানকে অনেক কিছু দিয়েছে থিও। নিজের ক্যারিয়ারে আমি অনেক ভুল করেছি। থিওর লাল কার্ডের আগ পর্যন্ত ফেইনুর্ড বুঝে উঠতে পারছিল না গোল কীভাবে করবে। আমরা হতাশ এবং ক্ষুব্ধ।”