কলম্বিয়ার বিপক্ষে শেষ সময় জাদুকরী গোলে ব্রাজিলকে জিতিয়ে ভিনিসিউস বলছেন, ‘গোলটি আমার প্রাপ্য ছিল।’
Published : 21 Mar 2025, 12:54 PM
৯০ মিনিট শেষে যোগ করা ১০ মিনিটের নবম মিনিটের খেলা চলছে তখন। ম্যাচ ড্র হওয়ার পথে। হঠাৎ ভিনিসিউস জুনিয়রের এক মুহূর্তের জাদুর ঝলক বদলে দিল ম্যাচের ভাগ্য। চোখধাঁধানো গোল করে ব্রাজিলকে জেতালেন রেয়াল মাদ্রিদের তারকা। ম্যাচের পর তিনি বললেন, গোলটি তার প্রাপ্য ছিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল।
দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়ার পেনাল্টিতে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিউসকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয়েছিল।
৪১তম মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। ৯৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল সেটিই। এক পর্যায়ে মনে হচ্ছিল, টানা তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে ব্রাজিলকে। শেষ সময়ে ভিনিসিউসের ওই গোল। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে বক্সের অনেক বাইরে থেকে প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে কোনাকুনি শট নেন তিনি। সেই গোলা আশ্রয় নেয় জালে।
প্রতিপক্ষের একজনের মাথায় আলতো করে ছুঁয়ে আসায় গোলকিপারের কাজ কঠিন হয়ে ওঠে বটে। তবে ওই শট বা গোলের কৃতিতত্ব তাতে কমছে না। ভিনিসিউস মেতে ওঠেন বাঁধনহারা উদযাপনে।
এই জয়ে ব্রাজিল উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকালে) তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। সেই লড়াইয়ের জন্য আত্মবিশ্বাসের রসদও মিলল এতে।
সব মিলিয়ে ম্যাচের পর ভিনিসিউস ছিলেন উচ্ছ্বসিত।
“খুব গুরুতত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। জয় আমাদের প্রাপ্য ছিল। যতটা পরিশ্রম আমি করেছি, আমারও গোলটি প্রাপ্য ছিল। কিছুটা স্বস্তির, কিছুটা খুশির মুহূর্ত ছিল এটি।”
ম্যাচের আগে কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ক্রমেই উন্নতি করছে তার দল। সেই ধারা ধরে রাখতে পেরে তিনি খুশি।
“যে পরিস্থিতিতে আমরা ছিলাম, যে প্রক্রিয়ায় এগোচ্ছি, জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন মনে হচ্ছে, আমরা ঠিক পথেই আছি। এখনও আদর্শ জায়গায় যেতে পারিনি, তবে প্রতিটি রাউন্ডেই উন্নতি করছি আমরা।”
কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো অবশ্য মনে করেন, তাদের পারফরম্যান্সের প্রতিফলন পড়ছে না ফলাফলে।
“আবারও দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি আমরা, কিন্তু মাঠ ছাড়তে হচ্ছে খালি হাতে। জয় আমাদেরই প্রাপ্য ছিল।”