ইতালিয়ান ফুটবল
ইতালিয়ান কাপের ফাইনালের সময়ে এবং পরে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির বাজে আচরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ইউভেন্তুস।
Published : 17 May 2024, 11:13 PM
ইউভেন্তুসকে ইতালিয়ান কাপ জেতানোর দুই দিন পরই চাকরি হারিয়েছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। প্রতিযোগিতাটির ফাইনালের সময়ে এবং পরে বাজে আচরণের জন্য অভিজ্ঞ এই কোচকে বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার রাতের ফাইনালে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইউভেন্তুস। ম্যাচের শেষ দিকে ম্যাচ অফিসিয়ালদের কটূক্তি করার জন্য আল্লেগ্রিকে বহিস্কার করা হয়।
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচের পর ম্যাচ অফিসিয়াল, ইউভেন্তুসের স্টাফ এবং একটি সংবাদপত্রের পরিচালকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আল্লেগ্রি।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল আল্লেগ্রির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
ইউভেন্তুস শুক্রবার বিবৃতি দিয়ে ৫৬ বছর বয়সী আল্লেগ্রিকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়।
“ইতালিয়ান কাপ ফাইনালের সময় এবং পরে তার কিছু আচরণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব আচরণ ইউভেন্তুসের মূল্যবোধের সঙ্গে বেমানান বলে মনে করে ক্লাব।”
প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউভেন্তুসের দায়িত্বে ছিলেন আল্লেগ্রি। প্রথম পাঁচ মৌসুমে প্রতিবার দলকে এনে দেন সেরি আ শিরোপা। এছাড়া চারবার জেতান ইতালিয়ান কাপ, দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলেন দুইবার।
২০১৮-১৯ মৌসুম শেষে পারস্পরিক সম্মতিতে ক্লাব ছাড়েন আল্লেগ্রি। দুই বছর কোচিংয়ের বাইরে থাকার পর ২০২১-২২ মৌসুমে আবার তুরিনের ক্লাবটিতে ফেরেন তিনি।
তবে দ্বিতীয় দফায় দলকে তেমন একটা সাফল্য তিনি এনে দিতে পারেননি। বুধবারের ইতালিয়ান কাপই এই সময়ে জেতা তাদের একমাত্র ট্রফি।
এ যাত্রায় আল্লেগ্রির প্রথম দুই মৌসুমে ইউভেন্তুস লিগ শেষ করে যথাক্রমে চারে ও সাতে থেকে। চলতি মৌসুমেও আছে চারে।