লাতিন আমেরিকার ফুটবল থেকে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা দূর করতে এটি গঠন করা হয়েছে।
Published : 28 Mar 2025, 04:14 PM
দক্ষিণ আমেরিকার ফুটবলে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা দূর করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাজারিও।
রোনালদো ছাড়াও টাস্ক ফোর্সে থাকছেন ফিফার সাবেক মহাসচিব ফাতমা সামৌরা ও আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও ফিফপ্রোর দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্ট সের্হিও মার্চি।
মহাদেশটির ফুটবলের নিয়ন্তক সংস্থা কনমেবল বৃহস্পতিবার টাস্ক ফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, এটির কাজ হবে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন, প্রতিরোধ ও নিষেধাজ্ঞার প্রক্রিয়া প্রতিষ্ঠা করা। যেটা খেলাধুলার পাশাপাশি সমাজেও এই আচরণগুলো নির্মূলে ভূমিকা রাখবে।
সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জেতেন রোনালদো। ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই ফরোয়ার্ড।
কিছুদিন আগে ব্রাজিলের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিনগেস বলেন, বর্ণবাদের কারণে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কোপা লিবের্তাদোরেস থেকে নাম প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতাটি ‘চিতাবিহীন টারজানের মতো’ হয়ে উঠবে। পরে এই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।
এরপরই বর্ণবাদ বিরোধী টাস্ক ফোর্স গঠনের কাজ হাতে নেন তিনি। তার ডাকা নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও প্লেয়ার ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকের পর এই নিয়োগ দেয়া হয়।
অনেকদিন ধরেই বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য কনমেবলের উপর বাড়তি চাপ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড় ও সমর্থককে প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে, যা সংস্থাটির কর্মকর্তাদের ওপর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ আরও বাড়িয়ে দিয়েছে।