নেদারল্যান্ডসের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডারকে পাল্টা তোপ দাগলেন তরুণ স্প্যানিশ উইঙ্গার।
Published : 24 Mar 2025, 08:50 PM
লামিনে ইয়ামালের আচরণ ও পারফরম্যান্স নিয়ে রাফায়েল ফন ডের ফার্টের সমালোচনার পর বসে থাকেননি তরুণ স্প্যানিশ উইঙ্গার। নেদারল্যান্ডসের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডারকে পাল্টা জবাব দিয়েছেন তিনি।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের মাঠে স্পেনের ২-২ ড্রয়ের পর ফন ডের ফার্ট বলেছিলেন, ইয়ামাল নিজের প্রচারণায় আগ্রহী হয়ে উঠছে।
“আমি এমন কিছু বিষয় দেখতে পাচ্ছি, যা আমাকে বিরক্ত করতে শুরু করেছে। প্যান্টটা একটু নিচে পরছে, খুব বেশি চেষ্টা করছে না… আমার মনে হয়: ‘তুমি যদি খুব তরুণ হও, তাহলে স্পেনের হয়ে খেলার প্রতিটি মিনিটে তোমার খুশি থাকা উচিত। যতই তুমি ভালো হও না কেন, এই বয়সে তোমাকে প্রতি মিনিট এবং প্রতিটি ম্যাচে তা প্রমাণ করতে হবে।’”
ফিরতি লেগে রোববার ঘরের মাঠে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে পা রাখে স্পেন। মূল ম্যাচে স্পেনের তৃতীয় গোলটি করা ইয়ামাল পরে ব্যর্থ হন পেনাল্টি শুটআউটে।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে ফন ডের ফার্টের সমালোচনার জবাব দেন অল্প বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া ১৭ বছর বয়সী ফুটবলার।
ইনস্টাগ্রামে ইয়ামাল লেখেন, “শর্টস নিচে, একটি গোল, একটি মিস পেনাল্টি এবং সেমি-ফাইনালে, এগিয়ে চলো স্পেন!”
বার্সেলোনা তারকার ওই পোস্টে বেশ কিছু ছবি ছিল। যার মধ্যে ছিল ফন ডের ফার্টের মুখের ছবি, জয়ের পর ইয়ামালের শর্টস স্বাভাবিকের চেয়ে নিচে টেনে মাঠের বাইরে চলে যাওয়ার ছবিও ছিল সেখানে।