ইংলিশ ফুটবল
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলছেন, দল নিয়ে জিম র্যাটক্লিফের ধারণা পাল্টে দেওয়াটা তার নিজের ও খেলোয়াড়দের ওপর নির্ভর করছে।
Published : 12 Mar 2025, 11:05 PM
ভীষণ বাজে সময় কাটানো ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ক্লাবের মালিকদের একজন জিম র্যাটক্লিফের সমালোচনা মেনে নিচ্ছেন হুবেন আমুরি। দলটির পর্তুগিজ কোচ বলছেন, মাঠের পারফরম্যান্স দিয়েই র্যাটক্লিফের ধারণা পাল্টে দিতে হবে তাদের।
সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে র্যাটক্লিফ বলেন, ইউনাইটেডের কিছু ফুটবলার ‘যথেষ্ট ভালো নয়’ এবং কিছু খেলোয়াড়কে ‘অতিরিক্ত পারিশ্রমিক’ দেওয়া হয়।
প্রিমিয়ার লিগে এখন ১৪তম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে আছে ৩৬ পয়েন্টে।
র্যাটক্লিফের মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে বুধবার সংবাদ সম্মেলনে আমুরি বলেন, তাদের পারফরম্যান্স সমালোচনা হওয়ার মতোই।
“আমরা যদি সৎ হই, তাহলে এই মুহূর্তে সবাই- আমি, সব খেলোয়াড়, আমরা এই মৌসুমে বাজে পারফর্ম করছি। আমরা সবসময় এটা পরিবর্তন করতে পারি, তাই আমি নিজেকে বাজে পারফর্ম করার অংশে অন্তর্ভুক্ত করি।”
“উদাহরণস্বরূপ, কাসেমিরোর মতো খেলোয়াড়দের কথা বলা হচ্ছে, যে (রেয়াল মাদ্রিদের হয়ে) সবকিছু জিতেছে। আমরা জানি যে, এই ধরনের খেলোয়াড়রা অনেক ভালো খেলতে পারে। তাই এটাই মূল লক্ষ্য, তিনি (র্যাটক্লিফ) এই বিষয়ে সৎ ছিলেন। লক্ষ্য হলো তার এবং সকলের মনোভাব পরিবর্তন করা।”
আমুরিকে অবশ্য ‘অসাধারণ ম্যানেজার’ হিসেবে অভিহিত করেছেন র্যাটক্লিফ। ৪০ বছর বয়সী কোচ বললেন, ইউনাইটেড বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক আছে তার।
“আমি মনে করি, আমরা একে অপরের সঙ্গে সত্যিই পরিষ্কার এবং সৎ, এক্ষেত্রে আমরা অনেকটা একইরকম। আমি সবসময় বোর্ডের সমর্থন অনুভব করেছি, বিশেষ করে স্যার জিমের।”
ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে ইউনাইটেড। প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল।