আন্তর্জাতিক ফুটবল
Published : 13 Oct 2024, 03:50 PM
উরুগুয়ের ইতিহাসের সফলতম স্ট্রাইকারের সমালোচনা কর্তৃত্বে কিছুটা প্রভাব ফেলেছে স্বীকার করে নিয়েছেন মার্সেলো বিয়েলসা। তবে পেরুর বিপক্ষে হারের পেছনে এই ঘটনার কোনো ভূমিকা দেখছেন না অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার পেরুর বিপক্ষে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। পয়েন্ট টেবিলে অবশ্য এখনও ভালো অবস্থানে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা ধরে রেখেছে তৃতীয় স্থান।
সবশেষ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া সুয়ারেস সম্প্রতি বিয়েলসাকে নিয়ে অভিযোগের ঝাঁপি খুলে দেন। অভিজ্ঞ আর্জেন্টাইন কোচের কিছু আচরণ ও নিয়মের কড়াকড়ি নিয়ে সমালোচনা করেন উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এমনকি ফুটবলারদের প্রতি বিয়েলসার ‘শ্রদ্ধার কমতি’ আছে বলেও অভিযোগ করেন তিনি।
গত বছরের মে মাসের মাঝামাঝি উরুগুয়ের দায়িত্ব নেন বিয়েলসা। এরপরই নিয়মের বেড়াজালে ফুটবলারদের বন্দি করেন অভিজ্ঞ এই কোচ। কমপ্লেক্সে বাইরের লোকজনের আনাগোনা, তাদের সঙ্গে ওঠা-বসা, আলাপচারিতা সব বন্ধ করে দেন তিনি। কোচের এই কড়াকড়ি দলে বিরূপ প্রভাব ফেলে, ফুটবলারদের মাঝে বিভেদও তৈরি হয় বলে দাবি করেন সুয়ারেস।
যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ সালের কোপা আমেরিকায় বিয়েলসার কোচিংয়ে একেবারে মন্দ করেনি উরুগুয়ে। কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় হয় ১৫বারের চ্যাম্পিয়নরা।
সুয়ারেসের এসব অভিযোগ নিয়ে এতদিন কোনো কথা বলেননি বিয়েলসা। পেরুর বিপক্ষে হারে সাবেক স্ট্রাইকারের মন্তব্যের কোনো প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নের জবাব উরুগুয়ে কোচ তা একেবারেই উড়িয়ে দেন।
“আমরা যেভাবে খেলেছি, সেটি সপ্তাহজুড়ে যা ঘটেছে, তার বর্ণনা নয়। অথবা আমি এটিও মনে করি না যে, এটি (সুয়ারেসের মন্তব্য) কোনো প্রভাব ফেলেছে। কারণ সপ্তাহটি ছিল প্রচুর উদ্দীপনাপূর্ণ।”
“পরিস্থিতি আমাকে যেভাবে প্রভাবিত করেছে, যা ঘটেছে সেটা উপেক্ষা করি না। আমি জানি, (সুয়ারেসের মন্তব্যে) আমার কর্তৃত্ব কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছিল। অত্যন্ত গুরুত্বের সঙ্গে ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি। এখানে কাজ শুরু করার পর থেকে খেলোয়াড়দের কাছ থেকে যেমন প্রতিক্রিয়া পেয়েছি, এবারও একইরকম ছিল।”
আগামী বুধবার একুয়েডরের মুখোমুখি হবে উরুগুয়ে।