মাত্র ৩১ বছর বয়সেই চলে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডার, তার মৃত্যুর কারণ এখনও অজানা।
Published : 10 Oct 2024, 09:12 AM
নিজ বাড়ির সুইমিং পুল থেকে প্যানাথিনাইকস ও গ্রিসের ডিফেন্ডার জর্জ বলডকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় বলডকের বাড়িতে গিয়ে অবচেতন অবস্থায় পেয়ে তাকে ‘কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন’ দিয়ে জাগানোর চেষ্টা করা হয়। কিন্তু তা কাজে লাগেনি।
৩১ বছর বয়সেই চলে গেলেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডার। তার মৃত্যুর সময় উল্লেখ করা হয়েছে বুধবার রাত ১০টা।
বলডকের জন্ম ইংল্যান্ডের বাকিংহ্যামে। বেড়ে ওঠা, ফুটবলের পথে এগিয়ে চলা, সবই ইংল্যান্ডে। তার বাবা-মা ব্রিটিশ। তবে তার নানীর দেশ গ্রিস। সেই সূত্রে তিনি বেছে নেন গ্রিস জাতীয় দলকে।
ক্লাব ফুটবলে তার পথচলা শুরু মাত্র ১৬ বছর বয়সে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল এমকে ডনসের হয়ে। ২০১৭ সাল পর্যন্ত ছিলেন এই ক্লাবে। তবে মাঝের সময়টায় ধারে পাঁচটি ভিন্ন ক্লাবে খেলেছেন বিভিন্ন স্তরে। ২০১৭ সালে তিনি নাম লেখান শেফিল্ড ইউনাইটেডে। ক্যারিয়ারের সেরা সময়টুকু এই ক্লাবেই কাটিয়েছেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে বেশ চমক উপহার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম হয়েছিল শেফিল্ড। সেই মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স দেখান বলডক। পরের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় তাদের। গত মৌসুমে আবার প্রিমিয়ার লিগে খেলে তারা। ক্লাবের এই পথচলার সঙ্গী ছিলেন বলডক।
গত মৌসুম শেষে আবার প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় শেফিল্ড। সাত মৌসুম এখানে কাটিয়ে গত মে মাসে ইংলিশ ফুটবল ছেড়ে গ্রিসের ক্লাব প্যানাথিনাইকসে নাম লেখান বলডক।
নতুন ক্লাবে তিন বছরের চুক্তি ছিল তার। কিন্তু স্রেফ চার ম্যাচ খেলে জীবন থেকেই ছুটি হয়ে গেল তার।
গ্রিসের জাতীয় দলে খেলার চেষ্টা করছিলেন তিনি লম্বা সময় ধরে। তবে আইনগত জটিলতার কারণে দেরি হয় অনেকটা। বছর তিনেক কাগজপত্রের টানাপোড়েনের পর অবশেষে উয়েফা নেশন্স লিগে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রিসের জার্সিতে অভিষেক হয় তার।
১২টি আন্তজার্তিক ম্যাচ তিনি খেলেছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগে গ্রিসের স্কোয়াডে অবশ্য ছিলেন না এই রাইট-ব্যাক।
তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ড ও গ্রিসের ফুটবলে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে গ্রিস জাতীয় দল, প্যানাথিনাইকস, গ্রিক সুপার লিগ কর্তৃপক্ষ, শেফিল্ড ইউনাইটেডসহ তার সাবেক ক্লাবগুলো।