এশিয়ান কাপ বাছাই
অনুশীলনের জন্য নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির অসমান ও এবড়ো-থেবড়ো ট্রেনিং গ্রাউন্ড নিয়ে হতাশা আড়াল করেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
Published : 21 Mar 2025, 09:04 PM
চারদিকে সবুজের সমারোহ, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ভেতরের পরিবেশও শান্ত ও নিরিবিলি, কিন্তু অনুশীলনের মাঠের অবস্থা যে ভালো নয়! হাভিয়ের কাবরেরাও তাই হতাশ প্রস্তুতির এবড়ো থেবড়ো ভেন্যু নিয়ে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ উপলক্ষে শুক্রবার স্বাগতিকরা ক্লোজড ডোর অনুশীলন সেরেছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে, এখানেই হবে ম্যাচটি।
একই দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ঘাসের মাঠে। তাছাড়া এই মাঠ অসমান, প্রস্তুতির সময় দেখা গেল অসমান মাঠে বল রিসিভ করতে বেগ পোহাচ্ছেন হামজা-জামালরা।
ট্রেনিংয়ের ভেন্যু নিয়ে কথা বলতে গিয়ে হতাশা আড়াল করলেন না কাবরেরা। জানালেন, ম্যাচের আগে মূল ভেন্যুতে প্রস্তুতি নেওয়ার আশাবাদ।
“না, এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয়, কিন্তু ঠিক আছে (কি আর করা)। আমরা চেষ্টা করব, পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাব। আজকের সেশন হালকা এবং মানিয়ে নেওয়ার সেশন।”
“মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা অন্তত এক-দুই দিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়, এটা ম্যানেজারের বিষয়, তাদেরকেই এ বিষয়টি দেখভাল করতে দিন।”
শিলংয়ে এসেও কাবরেরার পিছু ছাড়েনি ফাহামিদুল ইসলামের বাদ পড়ার ইস্যু। তবে ওই বিষয় নিয়ে এখন আর ভাবতে চাইছেন না বাংলাদেশ কোচ। বরং হামজা চৌধুরীর সাথে বাকিদের মানিয়ে নেওয়া, ভারত ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতির দিকেই মনোযোগ তার।
“একটা দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। ফাহামিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে। আমরা জানতাম এটা হবে। আমরা নিজেদেরকে জানি। এখন আমরা ম্যাচ মনোযোগ দিচ্ছি। আমরা সৌদি আরবে খুব ভালো অনুশীলন করেছি, ঢাকায় খুবই ভালো প্রস্তুতি নিয়েছি।”
“হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি, আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত। এ মুহূর্তে আমরা শুধু একই বিষয়টি নিয়েই ভাবছি।”