রাজশাহী নগরীতে দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের যাত্রা শুরু হয়েছে।
ঢাকার বাইরের কোনো শহরে এটি প্রথম নভোথিয়েটার। রংপুর ও খুলনায় আরও দুটি নভোথিয়েটার স্থাপনের প্রকল্পও হাতে নিয়েছে সরকার।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে চারতলা ভবনের নভোথিয়েটারটি গড়ে তোলা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ভার্চুয়ালি ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নভোথিয়েটার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তারা।
এদিন নভোথিয়েটার ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন তিনটি প্রকল্পের অধীন নির্মিত রাজশাহীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর নভোথিয়েটারে প্রতিদিন ছয়টি শো দেখানো হবে। বিশেষ দিবসগুলোতে ফ্রি প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।
তিনি বলেন, ঢাকার চেয়েও আরও আধুনিক এ নভোথিয়েটার। এখানকার অডিটোরিয়ামটির মূল আকর্ষণ প্ল্যানেটেরিয়াম স্থাপন। এক সঙ্গে ১৬০ জন বসে অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন।
এ নভোথিয়েটারে মহাকাশ গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক অবজারভেটরি টেলিস্কোপ স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানমনস্ক জ্ঞানপিপাসুরা আধুনিক টেলিস্কোপের মাধ্যমে নভোমণ্ডল প্রত্যক্ষ ও গবেষণায় যুক্ত হতে পারবে।
সচিব জানান, নবনির্মিত এ নভোথিয়েটারে ডিজিটাল সায়েন্টিফিক এক্সিবিট, রোবট, সৌরজগতের তথ্যসহ গ্রহগুলির মডেল, ফাইভ-ডি সিম্যুলেশন থিয়েটার, ইমারসিভ রাইড সিম্যুলেটর, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল এক্সিবিটস গ্যালারি, ২০০ আসনের মাল্টিপারপাস হল রয়েছে।
এছাড়া এতে অত্যাধুনিক পার্ক ও ৮০ আসনের কাফেটেরিয়া এবং ৮৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা রয়েছে।
এক লাখ ৪০ হাজার বর্গফুটের চারতলা বিশিষ্ট ভবনসহ ২৩২ কেটি টাকা ব্যয়ে এই নভোথিয়েটার নির্মাণ করা হয়।
উদ্বোধনের পর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে নভোথিয়েটারে ফলক উন্মোচন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ান সিটি মেয়র। এর পর শিক্ষার্থীদের নিয়ে দুইটি শো উপভোগ করেন মেয়র।
পরে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, “আমাদের বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু নভোথিয়েটারের উদ্বোধন হয়েছে। পুরো উত্তরাঞ্চলের নতুন প্রজন্ম যারা মহাকাশ ও সৃষ্টির ব্যাপারে জানতে আগ্রহী, যারা বিশেষত শিক্ষার্থী, তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক উপকৃত হবে।”
“এ ছাড়া শহরের বাইরে জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলে দলে আসবেন ও জ্ঞান অর্জন করবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চেয়ারম্যান আখতার জাহান, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ।