জনগণের অর্থে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিআরপির পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।
রোববার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতাকালে স্নাতকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা ছিলেন।
স্নাতকদের উদ্দেশে তিনি বলেন, “আজ এই শুভ দিনে সরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ডিগ্রি গ্রহণ করে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে চলেছেন। আপনাদের শিক্ষার জন্য আপনাদের পিছনে রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এই অর্থ এসেছে এদেশের কৃষকের কাছ থেকে, শ্রমিকের কাছ থেকে, মেহনতি মানুষের কাছ থেকে।
“তাই রাষ্ট্রের জনগণের প্রতি আপনাদের কৃতজ্ঞ হতে হবে। তাদের প্রতি আপনাদের বিশাল দায়িত্ব পালন করতে হবে।”
তিনি বলেন, “আশা করি, আপনাদের মেধা, শ্রম, সেবা, নেতৃত্ব ও প্রশিক্ষণ দিয়ে সমাজকে আধুনিকায়ন, বিজ্ঞানমুখী ও প্রগতিশীল করতে এগিয়ে আসবেন। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধার সাথে যুক্ত হয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন এবং নিজেও সফলতা অর্জন করবেন।”
জ্ঞানশক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে জীবিকা, সম্পদ ও মানবসেবাও করা যায় বলে উল্লেখ করেন টেইলর।
এভাবে শিল্প, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞানের বিভিন্ন শাখার বিকাশ ঘটে; এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাবে মানুষের ধারণা, দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবর্তন যতটা ছাত্র-ছাত্রীদের জন্য ততটা তাদের অভিভাবকদের জন্যও উল্লেখ করে তিনি বলেন, “আমি স্নাতকদের অভিভাবকদের অভিনন্দন ও স্বীকৃতি জানাই।”
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক এআরএম সোলাইমান, রেজিস্ট্রার মোহা. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (আসনের) সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন।