২০১২ সালে পারিবারিক কলহের জেরে লোহার রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন শাহিদা বেগম।
Published : 28 Feb 2024, 01:54 PM
এক যুগ আগে রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামী হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী জানান।
দণ্ডিত শাহিদা বেগম বালিয়াকান্দি উপজেলার বংকু গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে অন্য একটি ধারায় ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর উপজেলার বংকু গ্রামে পারিবারিক কলহের জেরে লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে স্বামী আশরাফ সানাকে হত্যা করে শাহিদা বেগম।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির বলেন, “এ রায়ে আমার সন্তুষ্ট।”