সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
Published : 01 Apr 2024, 02:19 AM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।
নিহত ৩০ বছরের মো. ইউসুফ আলী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চণ্ডিপুরের এনামুল হকের ছেলে।
ওসি জোবায়ের জানান, ইউসুফ আলী মোটরসাইকেলে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি খালি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]