সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান জানান।
দণ্ড পাওয়া আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর আদর্শপাড়া গ্রামের নাঈম উদ্দিনের ছেলে।
মামলার বরাতে পিপি আব্দুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর নাটোর-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজারে চেকপোস্ট বসায় র্যাব-১২। সেই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়।
পরে র্যাব ট্রাকে থাকা আব্দুস সালামের শরীর তল্লাশি করে ২০৬ গ্রাম হেরোইন জব্দ করে বলে তিনি জানান।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. জহির উদ্দিন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।