পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় পুকুরে পড়ে দুই শিশু মারা গেছে; তারা সম্পর্কে ভাই বোন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে তেতুঁলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান।
মৃতরা হল- ওই ইউনিয়নের নালাগছ গ্রামের আব্দুল হান্নানের সন্তান মজিবর রহমান (৮) ও হাবিবা (৬)।
মৃতদের পরিবারের বরাতে এসআই বলেন, “আব্দুল হান্নান নতুন বাড়ি তৈরির জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে নালাগছ এলাকা থেকে ইট আনছিলেন। এ সময় মজিবর ও হাবিবা তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে। পরে হান্নান তাদের সঙ্গে নিয়েই ইট আনা নেওয়া করছিলেন।
“এক পর্যায়ে মজিবর ও হাবিবাকে পুকুর পাড়ে রেখে নতুন বাজার এলাকায় যান হান্নান। পরে সন্ধ্যায় ফিরে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তল্লাশি চালানো হলে সেখানে দুজনের লাশ পাওয়া যায়।”
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর।