মৌলভীবাজার জেলা শহরে একই সময়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির মানববন্ধন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিজেদের কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি।
তবে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা একে অপরকে দোষারাপ করছেন।
এদিকে ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার।
দেশজুড়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মৌলভীবাজারের শহীদ মিনার ও চৌমুহনায় মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি।
হামলার ঘটনা নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল বলেন, মানববন্ধন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।
“এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।”
এদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন বলেন, “যুবলীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আক্রমণ করা হয়নি।
“বরং আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে বিএনপির মিছিল থেকে সরকারকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়।”
হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার জানান, অপরিচিত কিছু লোকের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।