মুন্সীগঞ্জে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন নিখোঁজ স্থপতির লাশ উত্তোলন

৭ মার্চ নকশা প্রিন্ট করার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরেননি স্থপতি ইমতিয়াজ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 04:22 PM
Updated : 21 March 2023, 04:22 PM

মুন্সীগঞ্জে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা নিখোঁজ স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার লাশ উত্তোলনের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আদেশে মুন্সীগঞ্জ পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলনের পর তা শনাক্ত করেন ইমতিয়াজের স্ত্রী ফাহমিদা জেরিন।

এ সময় নির্বাহী হাকিম নাজমুস শ্যামা সেখানে উপস্থিত ছিলেন।

নিহত ইমতিয়াজের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলায়। তিনি স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় থাকতেন। 

ফাহমিদা জেরিন জানান, ৭ মার্চ দুপুরে একটি নকশা প্রিন্ট করার জন্য তার স্বামী বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। পরে তার ফোনের সবশেষ অবস্থান দেখে কলাবাগান থানায় জিডি করা হয়।

৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তুলসিখালি সেতুর নীচ থেকে ক্ষতবিক্ষত এক মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ১৬ মার্চ ওই লাশ বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও বলেন, “শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবাদের লিংকের কমেন্টবক্সে মরদেহের ছবি দেখে মুন্সীগঞ্জের পুলিশের সঙ্গে যোগাযোগ করি। রোববার লাশ শনাক্তকরণে আসি। এরপরই আইনি প্রক্রিয়ায় মুন্সীগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত সোমবার লাশ উত্তোলনের আদেশ দেয়।”

কুমিল্লার মুরাদনগরে পরমতলায় বাদ এশা নামাজের পর জানাজা শেষে ইমতিয়াজের তৈরি করা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান ফাহমিদা জেরিন।

মুন্সীগঞ্জের আদালত পরিদর্শক জামাল উদ্দিন জানান, স্বজনরা হত্যার বিচার দাবি করেছেন। তবে, কীভাবে তিনি মারা গেলেন, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।