গত ২২ ডিসেম্বর নির্বাচনি জনসভায় এক ইউপি চেয়ারম্যানের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন তিনি।
Published : 23 Jan 2024, 09:01 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সাবেক সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনি প্রচারে এক ইউপি চেয়ারম্যানকে হুমকির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে রোববার এ মামলা করেন বলে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানিয়েছেন।
৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের সৈয়দ এ কে একরামুজ্জামানের কাছে হেরে যান নৌকার প্রার্থী ফরহাদ।
মামলার বরাতে ওসি সোহাগ বলেন, গত ২২ ডিসেম্বর নাসিরনগর উপজেলার কুণ্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় নৌকার প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম কুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন। এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান কমিটি ফরহাদকে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠায়।
এর প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১৮ অনুযায়ী নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামকে থানায় ফরহাদের বিরুদ্ধে এজাহার দায়ের করার নির্দেশ দেয় ইসি।
মামলাটি নথিভুক্ত করে তদন্ত কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন থেকে মামলা দায়েরের জন্য চিঠি দেওয়া হয়েছে, তাই মামলা করেছি।”