বগুড়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে ‘আত্মহত্যা’

শুক্রবার জিসান স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2023, 06:04 PM
Updated : 21 Jan 2023, 06:04 PM

বগুড়ার শেরপুর উপজেলায় স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান জানান।

নিহতরা হলেন- উপজেলার হাজীপুর গ্রামের জিসান (২২) এবং তার স্ত্রী ফারজানা আক্তার মিম (১৮)।

চিকিৎসকের বরাত দিয়ে এএসআই বলেন, “দুজনই অতিরিক্ত মাত্রায় গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।“

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার জিসান তার স্ত্রীকে নিয়ে একই উপজেলার শুভগাছা গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তিনি শ্বশুরের কাছে কিছু টাকা চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বামী-স্ত্রী দুজনই অপমানিত বোধ করেন। পরে তারা বাড়ি ফিরে আসেন।  

বিকালে স্বামী-স্ত্রী দুজনই একসঙ্গে গ্যাসের ট্যাবলেট খান। বিষয়টি স্বজনরা বুঝতে পেরে দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।