লক্ষ্মীপুরে স্বামীকে শেকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। 

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 04:51 PM
Updated : 9 March 2023, 04:51 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি ইটভাটায় শ্রমিককে শেকলে বেঁধে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে থেকে ওই শ্রমিক ও নারীকে উদ্ধার করে পুলিশ। 

চররমনী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাহার কোম্পানির ইটভাটায় ঘটনাটি ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন। 

বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী সদর থানায় ইটভাটার ছয় শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

পুলিশ জানায়, ভাটার ছয় শ্রমিক ওই নারীর স্বামীকে শেকল দিয়ে বেঁধে তাকে গত দুদিন ধরে ধর্ষণ করে। তারা গৃহবধূর হাত সিগারেটের আগুনে পুড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে তিনজনের নাম বলেছেন তিনি। 

তারা হলেন- দিনাজ, নিজাম ও জামাল মাঝি। 

ওই গৃহবধূ সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে চাকরির সময় স্বামীর সঙ্গে তার পরিচয়। তিনি ইটভাটায় শ্রমিক। পরে তাদের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। 

স্বামীর এক ভগ্নিপতিও ইটভাটার শ্রমিক। তার মাধ্যমে তিন মাস আগে বাহার কোম্পানির ইটভাটায় কাজে আসেন তার স্বামী। ভাটার পাশেই একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। 

স্বামীর ভগ্নিপতির কাছে ইটভাটার মাঝি টাকা পান। সেই টাকা না দিয়ে তিনি পালিয়ে যান৷ টাকা আদায়ের জন্য মঙ্গলবার তার স্বামীকে ইটভাটার একটি ঘরে পায়ে শেকলে বেঁধে আটকে রাখেন মাঝি।  

তিনি আরও জানান, স্বামীকে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনার দিন ভাটায় গিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ছাড়া হয়নি। পরে রাতে ইটভাটার মাঝি জামালসহ ছয়জন তার ঘরে এসে তাকে ধর্ষণ করে। বুধবার রাতে তিনজন এসে আরেক দফা ধর্ষণ করে। 

বৃহস্পতিবার বিষয়টি তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে ইটভাটা থেকে উদ্ধার করে। 

বিবিসি ব্রিকসের মালিক বাহার উদ্দিন বলেন, “ঘটনাটি আমি জানি না। আপনাদের মাধ্যমে শুনছি। আমি এখন ঢাকায় আছি।” 

ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, “ভুক্তভোগী নারীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।”